Gopal Seth: গোপালকে হারাবে বলেছে দিদি! বনগাঁয় ভাইরাল অডিয়ো ঘিরে প্রশ্ন? কে এই দিদি…

0
3047

দেশের সময় ওয়েবডেস্কঃ বনগাঁ পুরসভার ৩ নম্বর ওয়ার্ডে এবার প্রার্থী হয়েছিলেন গোপাল। তিনি জিতেওছেন। পুরসভার চেয়ারম্যান হওয়ার দৌড়ে এগিয়ে থাকাদের মধ্যে অন্যতম নাম গোপাল।

এদিকে মঙ্গলবার আলোরানিকে সরিয়ে সেই গোপালকেই বনগাঁ জেলার সভাপতির দায়িত্ব দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভাইরাল হয়ে যাওয়া ওই অডিয়োয় এই দুই চরিত্রের কেউই প্রত্যক্ষ ভাবে নেই। দু’জনের মোবাইলে কথোপকথনের অডিয়ো রেকর্ড করা হয়েছে। তাতে নাম শোনা গিয়েছে গোপালের। এ ছাড়া ‘দিদি’ বলে এক জনের কথা উল্লেখ করা হয়েছে ওই অডিওতে । যদিও এই ‘দিদি’ আসলে কে তা ভাইরাল অডিয়োয় স্পষ্ট নয়।

প্রসঙ্গত, তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতির পদ থেকে আলোরানি সরকারকে সরিয়ে আনা হয়েছে গোপাল শেঠকে। বনগাঁর তৃণমূল শিবিরের এই দুই চরিত্রকে ঘিরে একটি অডিয়ো ভাইরাল হয়েছে বুধবার। যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। ওই অডিয়োয় ইঙ্গিত করা হয়েছে, পুরভোটে দলের প্রার্থী গোপালকে হারাতে ‘চক্রান্ত’ করেছিলেন আলোরানি। যদিও ওই অডিয়োর সত্যতা যাচাই করেনি দেশের সময় অনলাইন।

অডিয়োয় এক ব্যক্তিকে আর এক জনের উদ্দেশে মোবাইলে বলতে শোনা গিয়েছে, ‘‘বলছি, বনগাঁর খবর কী?’’ উত্তরে মোবাইলের অপর প্রান্তে থাকা ওই ব্যক্তি প্রশ্ন করেন, ‘‘ ৩ নম্বর ওয়ার্ডের? আমি তো শুনিনি।’’ তখন পাল্টা প্রশ্ন করা হয়, ‘‘না, দিদি কী বলছে?’’ মোবাইলের অপর প্রান্তে থাকা ওই ব্যক্তি জবাব দেন, ‘‘দিদি বলেছে…গোপালরে হারাবে।’’ তখন এ পারের ব্যক্তি সাবধান করে দেওয়ার জন্য বলেন, ‘‘এটা কাউকে বোলো না। জানলে কিন্তু শেষ।’’ তখন অপর প্রান্তের ব্যক্তি পাল্টা বলেন, ‘‘ওরে বাবা! আপনি জানাবেন না কাউকে।’’ এ পারের ব্যক্তি জবাব দেন, ‘‘না, না আমি জানাব না।’’

গোপাল এবং আলোরানির দু’জনের কেউই এই বিষয় নিয়ে মুখ খুলতে চাননি। প্রতিক্রিয়া এসেছে উত্তর ২৪ পরগনা তৃণমূলের নেতৃত্বের তরফে।

বনগাঁ সাংগঠনিক জেলার চেয়ারম্যান শঙ্কর দত্তের কথায়, ‘‘বনগাঁর ‘দিদি’ তাঁর উপযুক্ত শাস্তি পেয়েছেন। যে ‘দিদি’ বনগাঁ এবং গোবরডাঙা পুরসভায় কিছু দুর্বৃত্তকে সঙ্গে নিয়ে দলবিরোধী এবং দলকে শেষ করার খেলায় মত্ত ছিলেন। গতকাল দলনেত্রীর ঘোষণার মধ্যে দিয়ে তাঁর দীপ নিভে গিয়েছে। গোপাল শেঠ সভাপতি হওয়ায় নতুন উন্মাদনা ও উচ্ছাস তৈরি হয়েছে কর্মীদের মধ্যে। যে যেমন কর্ম করবেন তিনি তেমন ফল করবেন ৷ আমরা আগামীদিনে দলকে আরও অনেক বেশি শক্তিশালী করতে পারব এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতি যে আস্থা রেখেছেন , তাঁর পরিকল্পিত কাজ পূর্ণ করার যথা সাধ্য চেষ্টা করব এবং দলকে সুন্দর করে ভাবে গড়ে তুলব ।’’

এ ব্যপারে বনগাঁ পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বনগাঁর বিজেপি নেতা দেবদাস মণ্ডলের বক্তব্য, ‘‘ এবারের ভোটে বাইরে থেকে যে লোক আনা হয়েছিল সেটা ওই ভাইরাল অডিয়ো থেকে স্পষ্ট, আগামীদিনে বনগাঁর মানুষ এর জবাব দেবেন ।’’

Previous articleBJP: বিধানসভায় হট্টগোলের জের, বিজেপির দুই বিধায়ককে সাসপেন্ড করলেন স্পিকার
Next articlePetrapol Rail Station :২৬ মার্চ থেকে ফের পেট্রাপোল স্টেশন হয়ে কলকাতা–খুলনা ‘বন্ধন এক্সপ্রেস’ চলাচল শুরু হচ্ছে , বৈদ্যুতিকরণের কাজ ক্ষতিয়ে দেখলেন রেল আধিকারিকেরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here