Gold Silver Price: বিয়ের মরশুমে ৮০ হাজারে উঠল সোনার দাম!

0
10
পৌঁষালী কর , দেশের সময়

কলকাতা : Gold Rate Today on 24 January: বড় লাফ সোনার দামে। আজ ৮০ হাজারে পৌঁছে গেল সোনা। বাংলার বাজারে আজ ২৪ জানুয়ারি শুক্রবারে ২৪ ক্যারাট সোনার দাম হয়ে গেল প্রতি গ্রামে ৮০১৯ টাকা।

বিয়ের মরসুম শুরু হতেই বেড়েছে সোনার চাহিদা। দোকানে পড়ছে লম্বা লাইন। কিন্তু অনেকের ক্ষেত্রেই তা সাধ্যের বাইরে চলে যাচ্ছে। মধ্যবিত্তদের জন্য তো দাম একেবারে নাগালের বাইরে। শুক্রবার ২৪ জানু্য়ারি দেশ জুড়ে সোনার দাম বৃহস্পতিবারের তুলনায় না বাড়লেও তা রয়েছে মধ্যবিত্তের নাগালের বাইরে।

২২ ক্যারাটের দাম ৭৫ হাজার ও ২৪ ক্যারাটের দাম ছাড়িয়েছে ৮০ হাজার।

কলকাতায় শুক্রবার ১ গ্রাম ২২ ক্যারাট হলমার্ক সোনার দাম ৭,৬৭৫ টাকা। আর ১০ গ্রামের দাম ৭৬,৭৫০ টাকা। অন্যদিকে ১ গ্রাম ২৪ ক্যারাট গহনা সোনার দাম হয়েছে ৮,০৭৫ টাকা। ১০ গ্রামের দাম ৮০,৭৫০ টাকা। আবার ১ গ্রাম ২৪ ক্যারাটের পাকা সোনার বাটের দাম ৮,০৩৫ টাকা। ১০ গ্রামের দাম ৮০,৩৫০ টাকা।
প্রসঙ্গত, বৃহস্পতিবারই শহরে সোনার দাম এটাই ছিল। যদিও জিএসটি ও টিসিএস আলাদাভাবে ধার্য্য হবে এই দামের সঙ্গে।

দেশের অন্যান্য শহরের মধ্যে রাজধানী দিল্লিতে ২২ ক্যারাটের ১০ গ্রামের দাম ৭৫,৪৩৩ টাকা। আর ২৪ ক্যারাটের দাম ৮২,২৭৩ টাকা। চেন্নাইয়ে ২২ ক্যারাটের দাম হয়েছে ৭৫,২৮১ টাকা। আর ২৪ ক্যারাটের দাম ৮২,১২১ টাকা। বাণিজ্যনগরী মুম্বইয়ে ২২ ক্যারাটের দাম ৭৫,২৮৭ টাকা। ২৪ ক্যারাটের দাম শুক্রবার হয়েছে ৮২,১২৭ টাকা। 

দেশের অন্যান্য শহরেও সোনার দাম বেশ চড়া।

আজকের সোনা-রুপোর দর (২৪ জানুয়ারি, ২০২৫)সোনাওজনদাম (টাকায়)

২৪ ক্যারেট (Fine Gold 995)১ গ্রাম ৮০১৯২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রাম ৭৬২০২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রাম ৭২৯৭১৮ ক্যারেট ১ গ্রাম ৬২৫৫রুপো (৯৯৯)১ কেজি ৯১,৪১৩

বড় লাফ সোনার দামে। আজ ৮০ হাজারে পৌঁছে গেল সোনা। বাংলার বাজারে আজ ২৪ জানুয়ারি শুক্রবারে ২৪ ক্যারাট সোনার দাম হয়ে গেল প্রতি গ্রামে ৮০১৯ টাকা আর ২২ ক্যারাট গয়নার সোনার দাম (Gold Rate Today) হল প্রতি গ্রামে ৭৬২০ টাকা। বিয়ের মরশুমে প্রবল চাহিদার জন্য পাল্ল দিয়ে বেড়ে গিয়েছে সোনার দাম। আজ দোকানে গিয়ে সোনার গয়না (Gold Silver Price) গড়াতে গেলে অনেক খরচ হবে। আর কি কমবে না দাম ? 

সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের  সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।

সোনার একাধিক শ্রেণিবিভাগ। সবচেয়ে বিশুদ্ধ সোনা ২৪ ক্যারাটের। এই সোনায় গয়না গড়ানো হয় না সাধারণত। বার ও কয়েন হয়ে থাকে।  সাধারণত ২২ ক্যারেটের সোনাই গয়নার সোনা । যত খাদ মেশানো হয় সোনায় তত ক্যারেট কমবে। এর পরে ১৮ ও ১৪ ক্যারেটের সোনাও হয়। হিরে বা পাথর সেটিংয়ের গয়নায় ব্যবহার হয় এগুলি। এছাড়া বাজারে এসেছে পকেন্টফ্রেন্ডলি সোনার হালকা গয়না । সেগুলি কম ক্যারাটের সোনা দিয়ে তৈরি হয়।  

তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC) 
(*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে।)                                    
মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। deshersamay.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। )

Previous articleWeather Update ঘন কুয়াশার করিডরে দক্ষিণবঙ্গ ,বাতিল উড়ান , জানুন আবহাওয়ার আপডেট
Next articleAmul Milk Price দাম কমল ‘আমূল’ দুধের, মধ্যবিত্তের রেহাই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here