Gobardanga: গোবরডাঙা সংস্কৃতিকেন্দ্রে নকশার আয়োজনে কবি প্রণাম

0
877

দেশের সময় : গোবরডাঙা সংস্কৃতি কেন্দ্রে নকশার উদ্যোগে রবিবার সন্ধ্যা ৬ টায় অনুষ্ঠিত হল কবি প্রণাম ৷ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্মজয়ন্তী আমরা সম্প্রতি পালন করলাম। কবি নজরুল ইসলামের ১২৩ তম জন্মদিন পার করলাম গত ২৬ শে মে। মূলত এই দুই মহান কবির প্রতি শ্রদ্ধার্ঘ অর্পনে এই অনুষ্ঠানের আয়োজন।

নকশা মূলত একটি থিয়েটার সংস্থা। এখানকার শিক্ষকমন্ডলী থেকে শিক্ষার্থী সকলেই এদিন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন৷।

এই অনুষ্ঠানের প্রধান আয়োজক আশীষ দাস জানালেন তাঁরা বহু বছর ধরে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আসছেন। তাঁর কথায় থিয়েটার করতে যেহেতু নাচ, গান, আবৃত্তি, মাইম, মেকআপ সব কিছুর প্রয়োজন হয়ে পরে তাই এখানের সকলেই অনুষ্ঠানে অংশগ্রহণকারী। দর্শকরাই শিল্পী। স্থানীয় মানুরা আসেন তারাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। দেখুন ভিডিও

আশীষ বাবু আরও বলেন, আগেকার দিনে বাচ্চারা স্টেজে উঠে কবিতা বলতে গিয়ে ভুলে যেতো, পাশে থেকে কেউ ধরিয়ে দিতেন, বর্তমানে সেই ব্যাপার গুলোই উঠে গিয়েছে। এখন সবাই নিখুঁত হওয়ার প্রতিযোগিতায়। তাই এই অভিজ্ঞতা গুলো এখন আর নেই বললেই চলে। সেই হারিয়ে যাওয়া সময় কে ফিরিয়ে আনতেই তাঁদের থিয়েটার সংস্থা নকশার এই উদ্যোগ৷

রবিবার সন্ধ্যা ৬ টায়, গোবরডাঙা সাংস্কৃতি কেন্দ্রের দর্শক আসন ছিল পরিপূর্ণ ৷ আর এই দৃশ্য দেখে বলতে অসুবিধা নেই যে সাংস্কৃতির পীঠস্থানের আরেক নাম গোবরডাঙা৷

Previous articleNepal-Crash: হারানো বিমানের খোঁজ, ২২ যাত্রী নিয়ে ভেঙে পড়েছে লামচে নদীর কাছে
Next articleWeather Update: আজ জেলায় জেলায় প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here