শীত পড়ুক না পড়ুক কলকাতায় শীতকাল। ইতিউতি দেখা দিচ্ছে হালকা উলের মাফলার, সিল্কের স্কার্ফ। ত্বকে খানিকটা হিমেল টান বলে দিচ্ছে উৎসব চলছে।
যদিও উৎসব মুখর কলকাতায় আনন্দে ভাটা পড়ে না কোনও কালেই। বারো মাসে তেরো পার্বণের দেশে আহ্লাদের শেষ নেই। তার উপর রয়েছে বাঙালির ভোজনবিলাস।
শীতের মরশুমে হল খাওয়া দাওয়া, মজা আনন্দের সেরা সময়। তাই এই শীতের মরশুমকে বেছে নিয়ে বাবুর্চি হাট ফুড গ্রুপ তাদের বার্ষিক পুরস্কার প্রদান অনুষ্ঠান ও তাদের তৃতীয় গ্রুপ মিট আয়োজন করেছে কলকাতার বাঙুরের কলকাকলি মুক্ত মঞ্চে। দেখুন ভিডিও
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জি বাংলা ও কালার্স বাংলার বিখ্যাত রন্ধন শিল্পী বিপাশা মুখার্জি, রোজকার অনন্যা ম্যাগাজিনের এক্সিকিউটিভ এডিটর সুস্মিতা মিত্র, এবং বিখ্যাত সমাজ সেবী সমিত সাহা।
বাবুর্চি হাট ফুড গ্ৰুপের মূল উদ্দেশ্য হোম শেফদের একটা প্লাটফর্ম দেওয়া। সংবেদন এনজিও-র বিশেষভাবে সক্ষম ব্যাক্তিদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন ।
বাবুর্চি হাটের এই প্রচেষ্টাকে কুর্নিশ জানিয়েছেন সমিত সাহা । নাচে, গানে ও এক রাশ পদের গন্ধে মেতে উঠেছিল কলকাকলি মুক্ত মঞ্চের প্রাঙ্গন।