Fire in plane: চিনের রানওয়েতে পিছলে গেল যাত্রি বোঝাই বিমান,দাউদাউ করে জ্বলতে শুরু করল মুহূর্তেই

0
774

দেশের সময় ওয়েবডেস্কঃ যাত্রী নিয়ে আকাশে ওড়ার আগেই রানওয়েতে পিছলে গেল একটি বিমান। প্রায় সঙ্গেসঙ্গেই তাতে আগুনও ধরে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। চিনের আন্তর্জাতিক বিমান বন্দরের এই ঘটনায় যদিও বিমানের যাত্রীদের গায়ে আঁচড়ও লাগেনি। দুর্ঘটনাগ্রস্ত বিমানটি থেকে নিরাপদেই বেঁচে ফিরেছেন তাঁরা।

বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল তিব্বত এয়ারলাইন্সের বিমান। টেকঅফের আগে রানওয়েতেই পিছলে যায় বিমান। সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে গোটা বিমানে। যদিও বরাতজোরে রক্ষা পেয়েছেন বিমানের শতাধিক যাত্রী এবং কর্মীরা ৷

চিনের শং কিং আন্তর্জাতিক বিমানবন্দরের ঘটনা। দুর্ঘটনাগ্রস্ত বিমানটি একটি তিব্বতী বিমান সংস্থার। বৃহস্পতিবার সকালে চালক-সহ ১১৩ জন আরোহীকে নিয়ে ওড়ার চেষ্টা করে বিমানটি। রানওয়ে ধরে ছোটার সময় হঠাৎ পিছলে যায় বিমানের চাকা। তাতেই প্রবল গতিতে এগতে থাকা বিমানটি রানওয়ে ছাড়িয়ে অনেকটা এগিয়ে যায়। যাত্রী নিয়ে শেষ পর্যন্ত আর উড়তে পারেনি বিমানটি।

সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে রানওয়েতেই বিমানটিতে আগুন লেগে যায়। বিমানের সামনে দিকে আগুন লাগে। তারপর তা ধীরে ধীরে ছড়িয়ে পড়তে থাকে বিমানটির পিছন দিকেও। দূর থেকে বিমানটিকে কালো ধোঁয়ায় ঢেকে যেতে দেখা যায়। যদিও পরে চিনের ওই বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের প্রত্যেককেই নিরাপদে বিমান থেকে বের করে আনা গিয়েছে। সামান্য আঘাত পেয়েছেন কয়েকজন। তবে এর বেশি কোনওরকম ক্ষতি হয়নি যাত্রীদের।

চিনে সবচেয়ে বড় বিমান দুর্ঘটনা ঘটে মার্চে। গুয়াংঝি প্রদেশে পাহাড়ের ওপর ভেহে পড়ে ৭৩৭ বোয়িং বিমান। এই দুর্ঘটনায় প্রাণ গিয়েছিল ১৩২ জন যাত্রীর।

Previous articleCyclone: ‘‌অশনি’‌র ফাঁড়া কাটলেও মুক্তি নেই, চোখ রাঙাচ্ছে নতুন ঘূর্ণিঝড় ‘‌করিম’‌! জানুন আবহাওয়ার পূর্বাভাস
Next articleMamata Banerjee: রাজ্যে জেলার সংখ্যা বাড়ছে? ২৩ থেকে বেড়ে হবে ৪৬টি !আমলাদের বৈঠকে মমতার মন্তব্যে জল্পনা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here