Charukala’s Bangacharukatha Exhibition Showcases Bengal’s Traditional Crafts আর্ট হাইভ আর্ট গ্যালারিতে চারুকলার উদ্যোগে বঙ্গচারুকথা প্রদশর্নী শুরু: দেখুন ভিডিও

0
198
সৃজিতা শীল কলকাতা

আর্ট হাইভ আর্ট গ্যালারিতে বৃহস্পতিবার থেকে শুরু হল চারুকলার উদ্যোগে বঙ্গচারুকথা, যা বাংলার পটচিত্র ও লোকশিল্প নিয়ে বিশেষ চিত্র ও হস্ত শিল্প প্রদর্শনী ।
উদ্যোক্তারা জানালেন বৃহস্পাতিবার বিকালে ৫২ জন শিল্পীদের শিল্প কর্ম নিয়ে শুরু হওয়া এই প্রদশর্নী চলবে পয়লা বৈশাখ পর্যন্ত  দেখুন ভিডিও

রকমারি হস্ত শিল্প ও লোক শিল্পের সম্ভার নিয়ে দক্ষিণ কলকাতার আর্ট হাইভ আর্ট গ্যালারিতে চারুকলার এই প্রদর্শনী উদ্ধোধনে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিত্র শিল্পী মিহির কয়াল, বিশ্বজিৎ ধর, বাপ্পা ভৌমিক, বিশিষ্ট ভাস্কর্য শিল্পী মানবেন্দ্র সরকার, সহ ৫২ জন শিল্পী ।

শিল্পী তাপস দত্ত জানালেন আধুনিক প্রযুক্তির যুগে যামিনী রায়ের কাজ অত্যন্ত তাৎপর্যপূর্ণ তার যে স্টাইল সেখান থেকে বহু শিল্পীরা প্রভাবিত হয়েছে।

চারুকলার কর্ণধার রাজদীপ দাস জানালেন , “আজ কালকের যুগে বাংলার শিল্প চর্চা কমে গিয়েছে । অনেক পটচিত্র শিল্পীরা তাদের প্রাপ্য সম্মান পান না, সেই থেকেই এই ভাবনা তাছাড়া আজ যামিনী রায়ের ১৩৭ তম জন্মদিবস তাই এই উপলক্ষে তাকে শ্রদ্ধাজ্ঞাপন করার জন্য এই উদ্যোগ।”

যারা হাতের তৈরী জিনিস ভালোবাসেন তাঁদের একবার হলেও ঢুঁ মারতেই হবে এই প্রদর্শনীতে, কারণ এখানে এক ছাদের তলায় রয়েছে বাংলার প্রতিটি জেলার নিজেস্ব শিল্প যা সকলের নজর কারবে।

আয়োজকদের কথায় ‘শৈল্পিক ভাবনা ও শিল্পের আলো ছড়িয়ে দিতেই কাজ করছে বঙ্গচারুকথা। এ ধরনের আয়োজনের মধ্য দিয়েই চারু শিল্পীদেরকে জাতীয় পর্যায়ে আরও বেশি সুযোগ তৈরি করে দেওয়াই মূল লক্ষ্য তাঁদের।

Previous articleHappy Eid-ul-Fitr 2024:খুশির ঈদের আনন্দ- উদযাপনে রঙিন কলকাতা থেকে বনগাঁ দেখুন ভিডিও
Next articleMatua: মতুয়াগড়ে তিন কেন্দ্রে আলাদা প্রার্থী ঘোষণা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here