EDফের বনগাঁয় ইডি হানা ,বাবুল কে ইডির নোটিশ

0
196

দেশের সময় বনগাঁ :  সোমবার দুপুরে বনগাঁর এক ব্যবসায়ীর বাড়িতে নোটিশ ধরাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা (ED)। 

ইডি সূত্রে জানা গেছে, ব্যবসায়ীর নাম বাবলু দাস ওরফে বাবুল। । সোমবার ইডির এক আধিকারিক বাবলু দাসের বাড়িতে কেন্দ্রীয় বাহিনী সঙ্গে নিয়ে পৌঁছে যান। এদিন বনগাঁ জয়পুরে ওই ব্যবসায়ী বাড়িতে না থাকলেও তার পরিবারের পরিজনদের হাতে  নোটিশ ধরিয়ে দিয়ে যায় এক ইডি আধিকারিক। বাবুল দাসের পরিবার সূত্রে জানা গেছে ইডি অধিকারিকেরা প্রায় ১ঘন্টা তাঁদেরকে বাবুল বাবুর ব্যবসা সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন । ইডি আধিকারীক তাঁদের কাছে জানতে চায় কী ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত আছেন বাবলু দাস । এ বিষয়ে বাবলু দাসের মা ও প্রতিবেশী মিতালী মন্ডল জানান বাবলু দাস ওরফে বাবুল দীর্ঘ দিন ধরেই সীমান্ত বাণিজ্যের সঙ্গে যুক্ত। ইডি নোটিশে ‘প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট’ (পিএমএলএ)-এ যুক্ত করেছে এবং ইডি বাবলু দাস ওরফে বাবুলকে ইভি দপ্তরে হাজিরা দিতে বলেছে। 

বাবলু দাসের মা বলেন কি জন্য ইডি এসেছিল জানি না। ছেলে বাড়িতে নেই। একটা নোটিশ তারা দিয়ে গেছে এবং ইডির দপ্তরে ছেলেকে দেখা করতে বলে গেছে।

ব্যাবসায়ী বাবলু দাস শংকর আঢ্য ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে স্থানীয় সূত্রে। তবে কি সেই সূত্র ধরেই  ইডি নোটিশ ধরাল বাবলু দাসেকে। তা নিয়ে রয়েছে জল্পনা।

প্রসঙ্গত উল্লেখ্য ,গত ৫ জানুয়ারি রেশন মামলার তদন্তের সূত্রে বনগাঁয় শঙ্করের বাড়িতে তল্লাশি চালায় ইডি। প্রায় ১৭ ঘণ্টা তল্লাশির পর বনগাঁর প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যকে গ্রেফতার করে  ইডি।

Previous articleKalbaisakhi in Jalpaiguri ঝড় বিধ্বস্ত এলাকা ঘুরে রাত আড়াইটে পার করে হোটেলে ঢুকলেন মমতা, শোক প্রকাশ মোদীর,পথে রাজ্যপাল, যাচ্ছেন শুভেন্দু অধিকারীও
Next articleWeather update:বুধবার থেকে ‘তাপপ্রবাহ’! কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে জ্বালাপোড়া গরম, বিশেষ সতর্কবার্তা হাওয়া অফিসের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here