Durga Puja Carnival 2024: রেডরোডে দুর্গাপুজো কার্নিভাল ,কী কী হল ৫ ঘণ্টার সরকারি উৎসবে? দেখুন ভিডিও

0
157
দীপ্তমা নন্দী , দেশের সময়

কলকাতা :  প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলে দুর্গাপুজোর কার্নিভাল অনুষ্ঠান। একের পর এক পুজো কমিটি তাদের প্রতিমা নিয়ে হাজির হন কার্নিভালে। থিমের সঙ্গে সাযুজ্য রেখে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের পুজোর প্রদর্শনী দিয়ে শেষ হয় বিসর্জনের শোভাযাত্রা। দেখুন ভিডিও

পুজোর কার্নিভালে ‘সেরা গান’ মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ও সুর করা ‘আমার আড়ালে, আমার আবডালে’। মঙ্গলবার রেড রোডে পাঁচ ঘণ্টার উৎসব জুড়ে ছিল চমক, উন্মাদনা এবং আনন্দ। অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী।

এদিন অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ সায়নী ঘোষ, রচনা বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়া যেমন ছিলেন, তেমনই দেখা গিয়েছে প্রাক্তন সাংসদ নুসরত জাহানকেও। ছিলেন বিধায়ক সোহম চক্রবর্তী, অভিনেত্রী প্রিয়া পাল, ‘মিঠাই’ খ্যাত সৌমিতৃষা কুন্ডু, শ্রীতমা ভট্টাচার্য, দিগন্ত বাগচীরা। নৃত্য পরিবেশনা করেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এবং অভিনেত্রী-বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রীর লেখা এবং সুর করা গানটি কার্নিভালের ‘সেরা’র স্বীকৃতি পেয়েছে। গানটি গেয়েছেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। দেশ-বিদেশের বিশেষ অতিথি সমাগমে জমজমাট কার্নিভালে নৃত্যশিল্পীদের তালে তাল মিলিয়ে নেচেছেন মমতাও।

রাজ্য সরকার আয়োজিত দুর্গাপুজো কার্নিভাল শুরু হয়েছিল বুধবার বিকেল সাড়ে ৪টেয়। মুখ্যমন্ত্রী যখন রেড রোডে পৌঁছন, তখনও কার্নিভালের একটা বড় অংশই ছিল ফাঁকা। তবে পাঁচ ঘণ্টা পরে যখন অনুষ্ঠান শেষ হল, তখন মানুষের ঢল দেখা গিয়েছে।

দুর্গাপুজো কার্নিভালের শেষে শুভ বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সমাজমাধ্যমে লেখেন, ‘আজ কলকাতার রেড রোডে দুর্গাপুজো কার্নিভাল, ২০২৪ উপলক্ষে আয়োজিত এক সুবিশাল বর্ণাঢ্য বিসর্জনের বিশেষ শোভাযাত্রায় উপস্থিত ছিলাম।

সুরের মুগ্ধতায়, আলোর বর্ণময়তায়, নৃত্যের তালে তালে আজ মেতে উঠেছিল সকল মানুষ। পুনরায় আপামর বাংলা মা কাত্যায়নীর আগমনের প্রতীক্ষায় প্রহর গুণতে শুরু করে দিয়েছে।’

পুলিশ প্রশাসন এবং ট্রাফিক পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। মমতা বলেন, ‘আগামীর সবকটি উৎসবের প্রত্যেকটি মুহূর্ত আপনাদের সকলের সুখে-আনন্দে কাটুক – এই প্রার্থনা আমার। আপনারা সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।’

Previous articleMamata Banerjee পুজোর সেরা গানের স্বীকৃতি পেলেন মমতা বন্দ্যোপাধ্যায় , রেড রোডে  বর্ণাঢ্য অনুষ্ঠানে একঝাঁক তারকা : দেখুন ভিডিও
Next articleLakshmi Puja Fashion 2024কোজাগরীতে সাক্ষাৎ মা লক্ষ্মীর সাজে ঐশানী! আপনি কী ভাবে হয়ে উঠবেন ‘লক্ষ্মীমন্ত’ ? রইল টিপস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here