Durga Puja 2023 : বনগাঁয় মহিলা পরিচালিত একমাত্র সংঘ খয়রামারি কালী মন্দির পূজা কমিটি পুজোর প্রস্তুতি তুঙ্গে : দেখুন ভিডিও

0
485

অর্পিতা বনিক, বনগাঁ: বনগাঁ মহকুমায় মহিলা পরিচালিত একমাত্র সংঘ খয়রামারি কালী মন্দির পূজা কমিটি। ইতিমধ্যে খয়রামারী কালী মন্দির পূজা কমিটি তাদের দুর্গা পুজো প্রস্তুতি শুরু করে দিয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন সদস্যারা তাঁদের কাছ থেকে শুনব এবারের পুজোর প্রস্তুতি কেমন চলছে? দেখুন ভিডিও

মিতা পোদ্দার সভাপতি ৷ কবিতা দে সম্পাদিকা এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মাধুরী চক্রবর্তী। এলাকার ১৫ জন মহিলাকে নিয়ে এই পুজো কমিটি তৈরি হয়েছে। খয়রামারি কালী মন্দির পূজা কমিটি দীর্ঘদিন ধরেই সম্পূর্ণ মহিলা পরিচালিত। চাঁদা তোলা থেকে শুরু করে বিসর্জন পর্যন্ত সবকিছুই মহিলারা নিজের কাঁধে তুলে নিয়েছে। মহিলা ক্ষমতায়নের এই এক শুভ সংকেত।

খয়রামারী এলাকার মহিলাদের সুখ-দুঃখের সাথী কালী মন্দির পূজা পূজা কমিটির সকল সদস্য সদস্যা। কথা প্রসঙ্গে পূজা কমিটির সম্পাদিকা কবিতা দে জানালেন দীর্ঘদিন ধরে এই পূজা অনুষ্ঠিত হচ্ছে সমস্ত রকম সাত্ত্বিকতাকে অনুসরণ করে।

এই পুজোর বিশেষ আকর্ষণ অত্যন্ত নিষ্ঠা ভরে সাবেকি প্রথা অনুসরণ করে সন্ধি পূজা। এছাড়া বিজয়া দশমীর দিন সিঁদুরখেলা এই পূজার অন্যতম মূল আকর্ষণ।

কোনরকম সরকারি সাহায্য এবং আনুকূল্য ছাড়াই এই পূজা অনুষ্ঠিত হচ্ছে। এই সাবেকি পূজা সন্ধি পূজা দেখবার জন্য এবং বিজয় দশমীর দিন সিঁদুর খেলা উৎসবে সকলকে সামিল হওয়ার জন্য আন্তরিক আহ্বান জানিয়েছেন খয়রামারি কালী মন্দির পূজা কমিটি।

পূজা কমিটির সভাপতি মিতা পোদ্দার জানিয়েছেন শুধুমাত্র এই সিঁদুর খেলার আকর্ষণনে এই অঞ্চলের প্রবাসীরা বিজয় দশমীর দিন ঘরে ফিরবেই। বনগাঁর সমস্ত মহিলাদের এই সিঁদুর খেলায় অংশগ্রহণ করবার জন্য আন্তরিক আহ্বান জানিয়েছেন মিতা পোদ্দারসহ মহিলা পরিচালিত দুর্গা উৎসব কমিটির সকল সদস্যা।

Previous articleBadanChandra Ray Bari:১৬৬ বছর ধরে রীতি মেনে পুজো করে আসছে বদনচন্দ্র রায়ের বাড়ি: দেখুন ভিডিও
Next articleWeather Update: নিম্নচাপের ‘ইউ টার্ন’,মুষলধারে বৃষ্টি কলকাতা- সহ জেলাগুলিতে,বন্যার সতর্কতা কোন কোন জেলায়? জানুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here