বর্ষা বিদায়ের পালা আসতেই পুজো পুজো গন্ধ ছড়িয়ে পড়েছে চারিদেক। শপিং থেকে প্যান্ডেল হপিং-এর প্ল্যান শুরু হয়ে গিয়েছে।
উত্তর ২৪ পরগনার অশোকনগরে সুহৃদ সংঘ ক্লাব কমিটি পুজোর মন্ডপ তৈরির কাজে লেগে পড়েছে সদস্যরা।
সুহৃদ সংঘ ক্লাব কমিটি এবার ৭৪ তম বর্ষে পদার্পন করেছে বলে জানান ক্লাব কর্তৃপক্ষ৷ এক ক্লাব সদস্যের কথায়, করোনা কাল পরিস্থিতিতে পুজোর জৌলুস হারিয়ে গিয়েছিল ৷ তাই ২০২৩ বর্ষে এই ক্লাবের পুজোর থিম ‘ফেলে আসা স্মৃতি’। জানা গিয়েছে, বর্ষা মুখর দিনে টানা কিছু দিন বৃষ্টি হওয়ায় পুজোর কাজ বন্ধ ছিলো। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ফের জোর কদমে শুরু হয়েছে পুজো মন্ডপ তৈরির প্রস্তুতি।
উল্লেখ্য, পুজো ক্লাবের সদস্যরা জানিয়েছে আর কিছু দিনের মধ্যেই পুজোর মন্ডপের কাজ সমাপ্ত হবে। মন্ডপের পাশাপাশি শুরু হয়েছে আলোক সজ্জার কাজও ৷তারা আরও জানান, পুজোর পাশাপাশি পাঁচদিন ব্যাপী বিচিত্রানুষ্ঠানের আয়োজন থাকছে ৷