নীলাঞ্জনা হালদার : উত্তর ২৪ পরগনার হাবড়া শহরের অন্যতম আবৃত্তি ও নাট্য সংস্থা “হাবড়া বর্ণচোরা” গত ২৭ জুলাই বুধবার তাঁদের হাট থুবার মহলা কক্ষে এক নাট্য কর্মশালার আয়োজন করে।

ওই নাট্য কর্মশালা সহযোগিতা করতে আসেন গোবরডাঙা রূপান্তর নাট্য সংস্থা । হাবরা বর্ণচোরার ২০ জন শিক্ষার্থীদের নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।যার বিষয় ছিল ” নাটক,শিক্ষা ও সমৃদ্ধি” ।

সারাদিন ব্যপি এই নাট্য কর্মশালা তে নাট্য শিক্ষক হিসেবে শিক্ষা প্রদান করেন গোবরডাঙা রূপান্তর এর সম্পাদক অভিক দাঁ ,পরিচালক প্রতাপ সেন,অভিনেতা স্বরূপ দেবনাথ,সুবীর নারায়ণ দাস ,চন্দন দেবনাথ,গৌতম দাস, দেবদত্ত কর্মকার প্রমুখ।

অনুষ্ঠানের সূচনা মৌমিতা সেন ও অব্দিক দাসের সঞ্চলনা অনন্য হয়ে ওঠে।বর্ণচোরার পক্ষ থেকে সকল শিক্ষক গণ কে ব্যাচ ,রাখি ও গোলাপ গুচ্ছ দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়।হাবরা বর্ণচোরার সম্পাদকদ্বয় টুপমা বসু ও অব্দিক দাস তাদের বক্তব্যে শিশু শিক্ষাতে নাটকের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোকপাত করেন এবং রূপান্তরের সম্পাদক অভিক দাঁ ,স্বরূপ দেবনাথ ,সুবীর নারায়ণ দাস নাটক শিক্ষা নিয়ে ইতিবাচক আলোচনা করেন ও বর্ণচোরার সভাপতি টুম্পা চক্রবর্তী কে স্মারক দিয়ে শুভেচ্ছা জানান।

নাট্য কর্মশালা শেষে সকল শিক্ষার্থী কে শংসাপত্র প্রদান করা হয়।সারাদিনের অনুষ্ঠানটি কিশলয় কলরবে মুখরিত হয়ে ওঠে।সমাপ্তিতে চন্দন দেবনাথ এর গান ও মুন্না দাসের আবৃত্তি অন্য মাত্রা এনে দেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here