Donation of water : গ্রীষ্মের দুপুরে বাদুড়িয়ার চন্ডিপুরে পথচলতিদের জন্য জলছত্রের উদ্যোগ যুবকদের

0
913

দেশের সময় ওযেবডেস্কঃ চাঁদিফাটা রোদ। তার উপর ভয়ানক গরম। বেলা যত বাড়ছে লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা। আর এই প্রখর রোদের মধ্যে রাস্তায় দাঁড়িয়ে ট্র্যাফিক পুলিশ নিজেদের কাজ করে চলেছেন। অটো ড্রাইভার থেকে টোটো ড্রাইভার প্রত্যেকে নিজেদের দায়িত্বে বহাল।

গরমের মধ্যে তাঁদের খানিক স্বস্তি দিতে এগিয়ে এলেন উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া চন্ডিপুর নবপল্লীর সুমন চন্দ্র দে , শিশু লাল দে, শ্রীদাম দে , সুদীপ দে, বাবুল দে, রাজেশ রায়ের মতো একাধিক যুবকেরা৷

সুমন চন্দ্র দে বলেন, তৃষ্ণার্ত পথচলতিদের জন্য একটা জলছত্র করলাম। এক গ্লাস জল পেলে মানুষ এই গরমে স্বস্তি পাচ্ছেন। ওই টুকুই সবার জন্য করছি।’’

তাঁদের উদ্যোগে গাড়ি চালক, নিত্যযাত্রী থেকে ট্র্যাফিক পুলিশ—প্রত্যেককে লেবুজল আর বাতাসা তুলে দেওয়া হল। গরমের মধ্যে পথচলতি মানুষজন ওই যুবকদের এই উদ্যোগে দারুণ খুশি।

সুমনের কথায়, ‘‘প্রচণ্ড গরম। এ সপ্তাহে বৃষ্টিও হবে না বলে হাওয়া অফিস পূর্বাভাস দিয়েছে। বাদুড়িয়া চন্ডিপুরের পথচলতিদের জন্য তাই একটা জলছত্র করলাম। এক গ্লাস জল পেলে মানুষ এই গরমে স্বস্তি পাচ্ছেন। ওই টুকুই সবার জন্য করছি।’’

Previous articleMamata Banerjee: পুলিশের গাফিলতিতে সরকারের মুখ পুড়বে কেন? প্রশ্ন ক্ষুব্ধ মুখ‍্যমন্ত্রীর
Next articleRain Forecast: অবশেষে সুখবর দিল আবহাওয়া দপ্তর,শনিবার থেকেই ঝমঝমিয়ে নামবে বৃষ্টি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here