দেশের সময় ওয়েবডেস্কঃ আচমকা অসুস্থ হয়ে পড়েন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র।রুটিন চেকআপের জন্য হাসপাতালে ভর্তি করা হলেও, পিঠের যন্ত্রণার কারণে বেশ কিছুদিন হাসপাতালেই চিকিৎসাধীন থাকতে হয় তাঁকে। রবিবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিনি। তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল।

বাড়ি ফিরেই ভক্তদের স্বস্তি দিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে একটি ভিডিও বার্তা শেয়ার করেছেন অভিনেতা। 

‘শোলে’র বীরু অনুরাগীদের উদ্দেশে ভিডিও বার্তায় বলেন, ‘বন্ধুরা, কোনও কিছু মাত্রাতিরিক্ত করা অত্যন্ত ক্ষতিকর। যেকোনও কিছুর মাত্রাজ্ঞান এবং নিজের ক্ষমতা সম্পর্কে অবগত থাকা জরুরি। আমি ভুল করেছি এবং তার জন্য ভুগেছি। একটা বড় শিক্ষা পেলাম।

শিরদাঁড়ায় চোট পেয়েছিলাম। পেশিতে টান ধরেছিল। দু’-চার দিন খুব কষ্টে কেটেছে। তবে আপনাদের ভালবাসা এবং প্রার্থনায় এখন ভাল আছি।’ 

সূত্রের খবর, শুটিং চলাকালীন পিঠে চোট পান ধর্মেন্দ্র। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ৪ দিন ভর্তি ছিলেন তিনি। আইসিইউতে রাখতে হয়েছিল তাঁকে। গত সপ্তাহের শুরু থেকেই সোশ্যাল মিডিয়ায় তাঁর কোনও পোস্ট দেখা যায়নি। এরপরই চিন্তিত হয়ে পড়েন তাঁর অনুরাগীরা।

খুব দ্রুত রণবীর সিং ও আলিয়া ভাটের সঙ্গে ‘রকি অউর রানি কি প্রেম কাহিনি’ ছবির শুটিং ফ্লোরে ফিরবেন তিনি। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here