![](https://deshersamay.com/wp-content/uploads/2021/05/DS-AD-12X10-1024x1008.jpg)
দেশের সময় অ্যাস্ট্রো ডেস্ক:মেষ থেকে মীন রাশি। রাশিচক্রের এই ১২টি রাশির ওপর আমাদের জীবন অনেকাংশে নির্ভরশীল। আমাদের জীবনের ভালো-মন্দ যা কিছু তা নির্ধারিত হয় এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাবের ওপর ভিত্তি করে। প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুন-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতির অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা ঘটতে পারে। এই কারণের জন্যই প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা হয়। আজকের রাশিফল আপনাকে বলবে আজকের দিনে কোন জিনিসের প্রতি অধিক খেয়াল রাখতে হবে আর কোন ক্ষেত্র থেকে আপনাকে বেঁচে চলতে হবে, কোন বিষয়টি আজ আপনাকে উন্নতির পথে নিয়ে যায়। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/05/DS-AD01-1024x853.jpeg)
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/05/01.jpg)
মেষ/ARIES
প্রাপ্য থেকে বঞ্চিত। কঠোর পরিশ্রমের দিকে মনোনিবেশ করুন। ব্যবসায়ের ক্ষেত্রে সাফল্য পাবেন। কৃষিকাজে বিকাশ ও সাফল্য আসবে।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/05/02.jpg)
বৃষ / TAURUS
ঋণ পরিশোধ। অর্থলাভ হবে। স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন। পত্নীর সঙ্গে বিরোধ হতে পারে। সমস্যার সমাধান।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/05/03.jpg)
মিথুন GEMINI
প্রতারণায় ক্ষতি। বিনিয়োগে উপকারী হবে। চাকরি ও ব্যবসায় সাফল্য আসবে। জীবনে নতুন মানুষ আসতে পারে।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/05/04.jpg)
কর্কট CANCER
ক্রোধে ক্ষতি। চাকরি ও ব্যবসায়ের ক্ষেত্রে পরিবর্তন হতে পারে। চিন্তাভাবনা করে অর্থ ব্যয় করুন। পারিবারিক বিপদ।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/05/05.jpg)
সিংহ LEO
অর্থ প্রাপ্তি। স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সমাধান। সংবেদনশীল সম্পর্কের ক্ষেত্রে কিছুটা বিভ্রান্ত বোধ। মানসিক তৃপ্তি।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/05/06.jpg)
কন্যা VIRGO
উৎসাহ বৃদ্ধি। সময়টি ভাল কাটবে। বৃথা ব্যয় করবেন না। সম্পত্তি ক্রয়। বন্ধুদের থেকে সহযোগিতা পেতে পারেন।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/05/07.jpg)
তুলা LIBRA
প্রতিভার বিকাশ। অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে। বিতর্ক থেকে দূরে থাকুন। স্বাস্থ্যের উন্নতি। লাম্পট্য।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/05/08.jpg)
বৃশ্চিক SCORPIO
চিত্তের দুর্বলতা। অর্থলাভের সম্ভাবনা। নতুন কাজে বিনিয়োগে লাভ হবে। উদাসীনতায় ক্ষতি হতে পারে।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/05/09.jpg)
ধনু SAGITTARIUS
গৃহ সমস্যা। অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী হবেন। কেরিয়ারে সাফল্য। বাসনাপূরণ। জীবনে নতুন মানুষ আসতে পারে।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/05/10.jpg)
মকর CAPRICORN
পদোন্নতি। কর্মক্ষেত্রে সফলতা। প্রেমে বিঘ্ন। শিল্পী ও কলাকুশলীদের কাজের ক্ষেত্রে ঝামেলা হবে। নিজের স্বাস্থ্যের ব্যাপারে আরও সচেতন হন।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/05/11.jpg)
কুম্ভ AQUARIUS
সুপরামর্শে লাভ। লেনদেনের সম্পর্কে সতর্ক থাকুন। চিন্তাভাবনা করে অর্থ ব্যয় করুন। প্রেমের সম্পর্ক মধুর হবে। নব প্রচেষ্টা।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/05/12.jpg)
মীন PISCES রাশিফল
শ্লেষ্মা বৃদ্ধি। বৈবাহিক জীবনে উন্নতি হবে। চাকুরিতে সফলতা। প্রিয়জনদের শরীরের দিকে নজর রাখুন। হঠাৎ প্রাপ্তি।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/05/DS-AD-12X10-scaled.jpg)