দেশের সময় ওয়েবডেস্কঃ দেশের কোভিড গ্রাফ এখনও ঊর্ধ্বমুখী ক্রমাগত বেড়েই চলেছে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা এবং দৈনিক সংক্রমণের হার। চিকিৎসকদের দাবি, জনসাধারণের কোভিডবিধি অমান্য করা এবং বুস্টার ডোজে অনীহাই আরও একটি ঢেউ ডেকে আনছে। সামান্য উপসর্গ দেখা দিলেও অনেকেই আবার করোনা পরীক্ষা করাচ্ছেন না। তা ঘিরেও উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসকরা। 

সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ১৩৫ জন। রবিবারের তুলনায় যা সামান্য বেশি। অন্যদিকে একদিনের মধ্যেই লাফিয়ে বেড়েছে দৈনিক সংক্রমণের হার। সোমবার তা বেড়ে ৪.৮৫ শতাংশ। গতকালের তুলনায় দৈনিক মৃত্যু কমেছে সোমবার। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় প্রাণ হারিয়েছেন ২৪ জন। 

দেশে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে ১ লক্ষ ১৩ হাজার ৮৬৪ জন। গতকালের থেকে যা দুই হাজার বেশি। একদিনে দেশে করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন ১৩ হাজার ৯৫৮ জন। বর্তমানে দেশে সুস্থতার হার ৯৮.৫৪ শতাংশ। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here