![](https://deshersamay.com/wp-content/uploads/2021/10/1633844855333-684x1024-1.jpg)
দেশের সময় ওয়েবডেস্ক: শিরদাঁড়ায় কাঁপন ধরাচ্ছে করোনা। দিওয়ালির প্রাক্কালে দেশে লাফিয়ে বাড়ল কোভিড মৃত্যুর সংখ্যা। একইসঙ্গে ঊর্ধ্বগামী করোনা সংক্রমণও। অন্যদিকে, হু হু করে ছড়াচ্ছে করোনার নয়া প্রজাতি covid-19 variant AY.4.2 সংক্রমণ। ইন্দোর, কর্ণাটকের পর আরও তিন রাজ্যে মিলল এই নয়া প্রজাতির সংক্রমণের খোঁজ। একদিনে করোনার দৈনিক সংক্রমণ বাড়ল ২০ শতাংশ।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/10/annapurna-car-bazar-new-ad-1-1024x768-1.jpg)
বৃহস্পতিবার দেশজুড়ে ফের বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ১৬ হাজার ১৫৬ জন। যা গত কালের থেকে ২০ শতাংশ বেশি। দৈনিক পজিটিভিটি রেট ১.১৯ শতাংশ। দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭৩৩ জনের। কেরলেই মৃতের সংখ্যা ৬২২।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/10/2020-12X5-copy-1024x427-1-1024x491-1.jpg)
যার মধ্যে আগে করোনায় মৃত হওয়া ব্যক্তির সংখ্যা সংযোজিত হয়েছে। কেরলের স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কেরলে মৃত্যু হয়েছে ৯৩ জনের। বাকি ৫২৯ জনের আগেই মৃত্যু হয়েছে। অন্যদিকে, দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৭ হাজার ৯৫ জন। এদিকে অ্যাক্টিভ কেসের সংখ্যা কমে ১ লক্ষ ৬০ হাজার ৯৮৯। যা গত ২৪৩ দিনে সর্বনিম্ন। সুস্থতার হার ৯৮.২০ শতাংশ। যা করোনাকালে সর্বাধিক।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/10/IMG_20211025_122533_628.jpg)
কেরলে দৈনিক সংক্রমণ সবচেয়ে বেশি। সেখানে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৪৪৫ জন। সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র, তৃতীয় তামিলনাড়ু। চতুর্থ স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। এরাজ্যে দুর্গাপুজোর পর থেকেই রাজ্যে বাড়ছে করোনার দাপট। গত ২৪ ঘণ্টায় এরাজ্যে ৯৭৬ জন করোনা সংক্রমিত হয়েছেন।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/10/dey-internatalal-1-1024x853-1.jpg)
গত কয়েকদিন ধরেই দেশের কোভিড গ্রাফ ছিল নিম্নমুখী। তাই উল্লেখযোগ্যভাবে কমেছে সক্রিয় কোভিড রোগীর সংখ্যাও। কিন্তু, ফের ক্রমাগত সংক্রমণ বাড়তে থাকায় উদ্বেগ বাড়ছে। বাড়ছে উদ্বেগ।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/10/1634548855620.jpg)
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/10/DSADD-PUJA-scaled.jpg)