দেশের সময় ওয়েবডেস্কঃ দেশজুড়ে ফের বাড়ছে করোনা ৷ একাধিক রাজ্যে হু হু করে বাড়ছে সংক্রমণ। নিত্য নতুন করোনাভাইরাসের স্ট্রেন চোখ রাঙাচ্ছে। এ মত অবস্থায় সকলেই চতুর্থ ঢেউয়ের আশঙ্কা করছেন।

করোনা নিয়ে উদ্বেগ বাড়ছে বাংলায়। সংক্রমণ রুখতে বাংলার প্রশাসন তৎপর।

সোমবারই রাজ্য মন্ত্রিসভার বৈঠক ছিল নবান্নে। সেই বৈঠকে করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছিল। তারপরই খবর ছিল, করোনা ঠেকাতে নতুন করে রাজ্যবাসীকে সতর্ক করতে নির্দেশিকা জারি করতে পারে নবান্ন ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই করোনা পরিস্থিতি বিয়ে উদ্বেগ প্রকাশ করেন। পাশাপাশি মাস্ক পরার পরামর্শ দেন। মঙ্গলবার করোনা পরিস্থিতি নিয়ে রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে আছে যেমন মাস্ক পরার কথা, তেমনই আছে ভিড় এড়ানোর উপদেশও। তাছাড়া করোনার বুস্টার ডোজ নেওয়ার পরামর্শও দেওয়া হয়।

নবান্নের নির্দেশনামা :
ভিড় এড়িয়ে চলার কথা বলা হয়েছে। মূলত বয়স্ক, শিশু, অন্তঃসত্ত্বা, কো-মর্বিডিটি থাকা মানুষদের জমায়েত থেকে দূরে থাকতে বলা হয়েছে।


ট্রেন, বাস, ট্রাম, মেট্রোর মতো গণ পরিবহণে যাতায়াত করার সময় মাস্ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়াও ভিড়ের জায়গায় মাস্ক পরে থাকার কথা বলা হয়েছে।

সময়ান্তর নিজের হাত সাবান দিয়ে ধোয়ার ও স্যানিটাইতজার ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। এ ব্যাপারে বাচ্চাদের বেশি করে উৎসাহ করতেও বলেছে স্বাস্থ্য দফতর।

হাঁচি-কাশির সময় মুখ ঢেকে রাখতে বলেছে। সর্দি-কাশিতে ভুগছেন এমন ব্যক্তিদের থেকে বাচ্চাদের দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, বয়স্ক, কো-মর্বিডিটি থাকা মানুষ ও অন্তঃসত্ত্বা মহিলাদের এই ক্ষেত্রে একই সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।
যদি করোনা ভ্যাকসিন না নেওয়া থাকে তবে অবিলম্বে সেটা নিতে হবে।

যদি কারওর করোনা উপসর্গ থাকে অবশ্যই করোনা পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে।

পাশাপাশি, করোনা আক্রান্ত হলে ভয় না পেয়ে সরকারি গাইডলাইন মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে।

এখনও পর্যন্ত কারও কোভিড টিকা নেওয়া বাকি থাকলে তা অবশ্যই নিয়ে নিতে হবে।

কোভিড পজিটিভ ধরা পড়লে এক সপ্তাহের জন্য নিজেকে আইসোলেশনে রাখতে হবে।

চিকিৎসকের পরামর্শ না মেনে অ্যান্টিবায়োটিক খাওয়া অনুচিত।

যে কোনও প্রয়োজনে সরকারি হেল্পলাইন নম্বর 14416-এ ফোন করা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here