Counting Votes: মঙ্গলে ভোটগণনা ,কাউন্টিংয়ের খুঁটিনাটি জানুন

0
78

দেশের সময় কলকাতা :মঙ্গলবার লোকসভা ভোটের গণনা। সারা দেশের সঙ্গে গণনা হবে বাংলার ৪২ আসনেও। এ রাজ্যে ৫৫টি গণনা কেন্দ্র থাকছে। ত্রিস্তরীয় বলয়ে মুড়ে ফেলা হচ্ছে গণনাকেন্দ্রগুলি। ৪১৮টি কাউন্টিং হল। ৪ হাজার ৯৪৪টি কাউন্টিং টেবিল থাকবে। তিন লক্ষেরও বেশি পোস্টাল ব্যালট। গড়ে ১৭ রাউন্ড গোনা হবে। সর্বোচ্চ ২৩ রাউন্ড। সর্বনিম্ন ৯ রাউন্ড গণনা হবে।

শীতলখুচির ৩১০টি বুথ, দিনহাটায় ৩১৮টি বুথ। এখানে ভোট গণনা হবে ২৩ রাউন্ডে। অন্যদিকে চোপড়ার ২৫১ নম্বর বুথে সর্বনিম্ন ৯ রাউন্ডে ভোট গণনা হবে। ভোট গণনায় ২৫ হাজারের বেশি থাকছে মাইক্রো অবজার্ভার। প্রত্যেকটি কাউন্টিং টেবিলে একজন সুপারভাইজার, একজন কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট এবং একজন মাইক্রো অবজার্ভার থাকবেন।

এবারের মোট ভোটার ৭,৬০,১০,০০৬ । তারমধ্যে পুরুষ ভোটার ৩,৮৬,১৩,৪১৫, মহিলা ভোটার ৩,৭৩,৯৪,৮১৮, তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ১৭৭৩। মোট প্রার্থী ৫০৭ জন। এরমধ্যে পুরুষ প্রার্থী ৪৩৪ জন, মহিলা প্রার্থী ৭২ জন এবং তৃতীয় লিঙ্গের প্রার্থী একজন।

কলকাতা দক্ষিণ কেন্দ্রে ৭টি কাউন্টিং সেন্টার রয়েছে, কলকাতা উত্তর কেন্দ্রে ১টি কাউন্টিং সেন্টার রয়েছে। ডায়মন্ড হারবারে রয়েছে ৪টি কাউন্টিং সেন্টার। দার্জিলিংয়ে ৩টে কাউন্টিং সেন্টার, রায়গঞ্জে ২টি কাউন্টিং সেন্টার এবং অন্যান্য জায়গায় ১ করে কাউন্টিং সেন্টার রয়েছে।

Previous articlePICTURE OF THE DAY: Photo by Annamaria Guarino
Next articleLok Sabha Election 2024 Counting: গণনা টেবিলের ধারে-কাছে যেতে পারবেন না অস্থায়ী কর্মীরা’, কমিশনকে নির্দেশ হাইকোর্টের , মঙ্গলে কখন স্পষ্ট হবে লোকসভা ভোটের ফলাফল? জানুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here