Cima Awards Show 2022 সিমা আওর্য়াড শো ২০২২

0
771

দেশের সময়: সিমা আর্ট গ্যালারির পরিচালনায় শহরে শুরু হয়েছে সিমা আওর্য়াড শো ২০২২। এই দ্বিবার্ষিক প্রদর্শনীটিতে ভারতবর্ষের ২১ টি রাজ্য থেকে নির্বাচিত ১৮১জন যুব শিল্পীদের অনন্য শিল্পসম্ভার প্রদর্শিত হচ্ছে সিমা আর্ট গ্যালারি এবং জেম সিনেমাহলে।

২০১৫ তে প্রথম এই আওয়ার্ড শো শুরু করে সিমা আর্ট গ্যালারী। এই বছর এটির চতুর্থ এডিসন।প্রদর্শনীটি চলবে ৫ই ফেব্রুয়ারী থেকে ২৭শে ফেব্রুয়ারী পর্যন্ত সকাল ১১টা -৭টা। দ্বিস্তরীয় নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে প্রদর্শনীতে সুমন চন্দ্রের Black Grave 2 ছবিটি সর্ব শ্রেষ্ট শিল্পকর্ম হিসাবে ট্রফি সহ ৫ লক্ষ টাকার পুরষ্কারে পুরষ্কৃত হয়েছে।

দ্বিতীয় স্থানে সোনাল ভর্সনিয়ার Kissa Goi ছবিটি ট্রফি সহ ৩ লক্ষ টাকা এবং তৃতীয় স্থানে অক্ষয় মাইতির Stuctural Anatomy স্কালপচারটি ট্রফিসহ ২ লক্ষ টাকার পুরষ্কারে পুরষ্কৃত হয়েছে। এছাড়াও আরো অনেক গুলি পুরষ্কার প্রদান করা হয়েছে। ৫ই ফেব্রুয়ারী প্রদর্শনীর শুভারম্ভ এবং পুরষ্কার প্রদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় তাজ বেঙ্গল হোটেলে।

উক্তদিনে স্বনামধন্য তবলাবাদক পন্ডিত বিক্রম ঘোষের পারফরম্যান্সের মধ্যে দিয়ে অনুষ্ঠানটির শুভ সূচনা ঘটে। সিমা আওর্য়াড শো ২০২২ -এ শিল্পীরা পেন্টিং, ড্রয়িং, গ্রাফিক্স, স্কালপচার সহ নিউ মিডিয়া আর্ট যেমন ভিডিও আর্ট, ডিজিটাল আর্ট, ইন্সটলেশন প্রভৃতি শিল্প মাধ্যমে তাদের মনের ভাব প্রকাশ করেছেন। জেম সিনেমার প্রদর্শনীটি কিউরেট করেছেন কিউরেটর মানস আচার্য্য। প্রদর্শনীর ছত্রে ছত্রে সমকালীন চিন্তা ভাবনার প্রতিচ্ছবি প্রতিফলিত হচ্ছে। নীচে রইল শিল্পীদের আরও কিছু কাজের নিদর্শন:

ছবিগুলি তুলেছেন- ঈশিতা অধিকারী৷
Previous articleDesher Samay ePaper দেশের সময় ই পেপার
Next articleSadhan Pandey Death : প্রয়াত রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডে, টুইটে শোকবার্তা মমতার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here