Christmas Day 2021: বড়দিন (Christmas 2021) ও বর্ষবরণের (New Year) জন্য প্রস্তুত পার্ক স্ট্রিট(Park Street) ।সীমান্ত শহর বনগাঁ(Bongaon) প্রস্তুত পুলিশ ও প্রশাসন।গতকাল, শুক্রবার রাত থেকেই আলো ঝলমলে পার্ক স্ট্রিট সহ যশোর রোডে ঢল নামে মানুষের।বড়দিন মানেই দলবেঁধে ঘুরতে যাওয়া। শহরজুড়ে কার্নিভাল, ছুটির আমেজ। বড়দিনে আলিপুর চিড়িয়াখানায় লম্বা লাইন। সেজে উঠেছে সেন্ট পলস ক্যাথিড্রল।

পিয়ালী মুখার্জী, কলকাতা: বড়দিন (Christmas 2021) উপলক্ষে পার্ক স্ট্রিটে (Park Street) মোতায়েন থাকছে সাড়ে ৩ হাজার পুলিশকর্মী। থাকছে ওয়াচ টাওয়ার (Watch Tower), ড্রোনের (Drone) মাধ্যমে নজরদারির ব্যবস্থা। বিধাননগর সহ সীমান্ত শহর বনগাঁতেও (Bongaon) নেওয়া হয়েছে নিরাপত্তার বাড়তি ব্যবস্থা। 

বড়দিন (Christmas 2021) ও বর্ষবরণের (New Year) জন্য প্রস্তুত পার্ক স্ট্রিট সহ গোটা বাংলা। প্রস্তুত কলকাতা পুলিশ প্রশাসনও। শুক্রবার রাত থেকেই আলো ঝলমলে পার্ক স্ট্রিটে ঢল নামে মানুষের। আলোর মালায় সেজে উঠেছে পার্ক স্ট্রিট।  কোথাও বসানো হয়েছে বড় ক্রিসমাস ট্রি। কোথাও স্বাগত জানাচ্ছে সান্তা।  অ্যালেন পার্কের (Allen Park) কাছে ব্যবস্থা করা হয়েছে লেজার শো-এর।

Christmas In Bow Barracks: প্রায় ৮০ বছরের ক্ষয়িষ্ণু ইতিহাস বুকে নিয়ে আজও অমলিন বো-ব্যারাকের বড়দিন৷

কলকাতার বুকে এক অন্য কলকাতা। আয়তকার এই চাতাল ডিসুজা, ডিরোজিও, ক্রিস্টোফার অগাস্টিনের মহল্লা। এখানে ৩২টি পরিবারের বসবাস।  ক্রিসমাস ট্রি, সান্তাক্লজ, রং-বেরঙের বেলুন আর আলোর রোশনাই-এ সেজেছে  মহল্লা।

প্রতি বারের মতো এ বারও ২৪ ডিসেম্বর মধ্যরাতে গির্জায় উপস্থিত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপাসনা করলেন। তার পর টুইটে লিখলেন, ‘সবাইকে বড়দিনের শুভেচ্ছা। আনন্দ করুন। তবে মেনে চলুন কোভিডবিধি।

এ বার মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন বড়বাজারে ব্রেবোর্ন রোডের পর্তুগিজ গির্জায়। ক্যাথিড্রাল অফ দ্য মোস্ট হোলি রোজারিতে। সেখানে ফিতে কেটে উৎসবের সূচনা করেন। আর্চ বিশপ তাঁকে স্বাগত জানান এবং অনুষ্ঠানে অংশগ্রহণের আমন্ত্রণ জানান।

পার্ক স্ট্রিট নিয়ে কলকাতা পুলিশের সামনে দ্বিমুখী চ্যালেঞ্জ।  একদিকে, ভিড়কে বাধ্য করা কোভিড বিধি মেনে চলতে। অন্যদিকে, এত বড় চলমান সমাবেশের নিরাপত্তা সামলানো।

পুলিশ সূত্রে খবর, এই সব বিষয় মাথায় রেখে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।  বড়দিনে পার্ক স্ট্রিটে মোতায়েন থাকছে সাড়ে ৩ হাজার পুলিশ। ১১টি ওয়াচ টাওয়ার থেকে চলবে নজরদারি। পুলিশের সহায়তা বুথ থাকছে ১৫টি। মোটর বাইকে টহলদারি চালাবে ২০টি টিম।  ১১টি হাই রেডিও ফ্লাইং স্কোয়াড থাকছে।   শুধু পার্ক স্ট্রিটে থাকছে ২টি ক্যুইক রেসপন্স টিম।  ড্রোনের সাহায্যে নজরদারি চালানো হবে ভিড়ের ওপর।  মহিলাদের সুরক্ষার জন্য ২৫ জন মহিলা পুলিশকর্মী সাদা পোশাকে নজরদারি চালাবেন।

একইভাবে বিধাননগর কমিশনারেট (Bidhannagar Commissionerate) এলাকাতেও নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। ২৫ থেকে ৩১ পর্যন্ত বিধাননগরের পুলিশ নিরাপত্তা আরও জোরদার করা হল। দেড় হাজার পুলিশ কর্মী মজুত থাকবেন। এছাড়াও বাইরে থেকে ফোর্স আনা হয়েছে। ইকো পার্কে (Eco Park) বাড়তি নজরদারি পুলিশের।  সল্টলেক সিটি সেন্টারের (City Centre, Saltlake) সামনেও পুলিশের বাড়তি তত্‍পরতা। তল্লাশি করেই তবে ভিতরে যেতে দেওয়া হচ্ছে ক্রেতাদের।বিধাননগরে এদিন থেকেই রাস্তায় নেমেছে মহিলা পুলিশ কর্মীদের বিশেষ বাহিনী উইনার্স। ১২টি মোটরবাইকে থাকবেন ২৪ জন।  তাঁরা টহল দেবেন বিধাননগর জুড়ে। 

অন্যদিকে সীমান্ত শহর বনগাঁ শহর কার্যত মুড়ে ফেলা হয়েছে পুলিশ ও বিএসএফ -এ৷ বনগাঁ পুরসভার প্রশাসক গোপাল শেঠ জানান শনিবার বিকেল চারটের পর গাড়ি চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হবে সেন্ট জোশেফ গীর্জা থেকে বি,এস,এফ,ক্যাম্প মোড় পর্যন্ত এই নিয়ম বলবৎ থাকবে। চাকদা রোডের রবীন্দ্র মূর্তি থেকে মতিগঞ্জ,বাটা মোড় এলাকা গুলির রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণে বিশেষ ব্যাবস্থা নিয়েছে পুলিশ প্রশাসন৷ সীমান্তে বিএসএফের কড়া নজরদারি রয়েছে বলে জানান তিনি৷

বনগাঁ বিএসএফ ক্যাম্প মোড় থেকে ছয়ঘরিযা গীর্জা পর্যন্ত যশোর রোডের দু’ধারে সাজানো হয়েছে আলোয়। ভিড় সামলাতে বনগাঁ পুরসভার কর্মী এবং পুলিশ প্রশাসন এক যোগে রাস্তায় টহল দিচ্ছে৷

বড়দিনের ছুটি প্রাণভরে উপভোগ করতে পেরে সবথেকে খুশি অবশ্যই কচিকাঁচারা। বনগাঁ জুড়ে সকাল থেকেই এদিন পিকনিকের মেজাজ, পরিবার নিয়ে খাওয়া দাওয়া। এবার শীতে পারমাদনে এসেছে নতুন অতিথি পাখী। তাদের চালচলন, হাবভাব দেখতে ভিড় জমাচ্ছে কচিকাঁচারা।বনগাঁ মহকুমার বিভিন্ন পার্কের পরিস্থিতিও একইরকম। সেখানেও সকাল থেকেই মানুষ ভিড় জমাতে শুরু করেছেন। সকলকেই বিভিন্ন রাইডের মজা নিতে দেখা যাচ্ছে। এদিকে ছুটির দিনে শীতের আমেজ যথারীতি অব্যাহত।

বছরের শেষে ছুটির মেজাজে আট থেকে আশি। বড়দিনের সকালে ছুটির আনন্দে বনগাঁ মণীষাঙ্গন থেকে যশোর রোডে নামল মানুষের ঢল। বনগাঁ শহরের বিভিন্ন হলিডে ডেস্টিনেশনে এখন উৎসবের মেজাজ।পারমাদন অভয়ারণ্যে হরিণের পদচারণা দেখতে সেখানেও উপচে পড়েছে ভিড়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here