Chile: চিলিতে বিধ্বংসী দাবানলে মৃত শতাধিক ,আকাশ থেকে ঝরছে আগুনে ছাই

0
123

দেশের সময় ওয়েবডেস্ক:আকাশ থেকে বৃষ্টির মতো ঝরছে আগুনে ছাই।ছাইয়ের বৃষ্টি হয়ে চলেছে চিলির শান্ত শহর ভিনিয়া দেল মারে।  দাবানলে পুড়ছে আস্ত একটা শহর। জ্বলেপুড়ে যাচ্ছে বাড়িঘর। গত দু’দিন ধরে দাবানল ছড়িয়ে পড়েছে ভালপারাইসো এলাকায়। সেখান থেকে সর্বগ্রাসী আগুন ছড়াচ্ছে আশপাশের শহরগুলিতে।

চিলিতে ভয়াবহ দাবানলে ১১২ জনের মৃত্যু হয়েছে। রাস্তাঘাটে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে ঝলসানো মৃতদেহ।শত শত মানুষ এখনও নিখোঁজ। রাষ্ট্রপতি গাব্রিয়েল বরিচ নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে দুদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। রাষ্ট্রপতির সতর্কবার্তা, দেশ অত্যন্ত বড় মাপের এক ট্র্যাজেডির মুখোমুখি হয়েছে।

কালো ধোঁয়ায় ঢেকে গেছে চিলির উপকূলবর্তী বিভিন্ন শহর। ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন বাসিন্দারা। পর্যটকদের কাছে আকর্ষণীয় দুই তটবর্তী শহর ভিsনা ডেল মার এবং ভালপারাসিও-র উপকন্ঠে বেশ কয়েকদিন আগে শুরু হয়এছিল এই দাবানল। ক্রমশ তা ছড়িয়ে পড়ে। ভালপারাসিও-র গভর্নর রড্রিগো মুন্দাচা, ভিনা ডেল মার, কিলপুয়ে, ভিলা আলেমানা এবং লিমাচে জনপদে কার্ফিউ জারির কথা ঘোষণা করেছেন। কিলপুয়ের মেয়র জানিয়েছেন, আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ১৪০০ বাড়ি।

দেশটির মধ্যাঞ্চলীয় বনাঞ্চলের বেশ কয়েকটি জায়গায় ভয়াবহ আগুন লাগে। দাবানলের গ্রাসে জ্বলতে থাকে জঙ্গল। সেই আগুনই ক্রমে ছড়িয়ে পড়েছে ঘনবসতি এলাকায়। মৃতের সংখ্যা আরেও বাড়তে পারে বলেও আশঙ্কা করছে সরকার। দেশের অভ্যন্তরীণ মন্ত্রী ক্যারোলিনা তোহা জানিয়েছেন, রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে মানুষের মৃতদেহ। অসংখ্য বাড়িঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। হেলিকপ্টারে করে দমকল বাহিনী উদ্ধার কাজে নেমেছে।  

Previous articleWeather Update today: বীরভূম-মুর্শিদাবাদ সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা: দেখুন আবহাওয়ার পূর্বাভাস
Next articleBagda news: সীমান্তে অনুপ্রবেশ ও চোরা চালান রুখতে ৫টি বাজার এলাকায় সিসি ক্যামেরা বসালো বাগদা থানার পুলিশ দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here