দেশের সময় ,বনগাঁ: ক্যান্সার আক্রান্ত রোগীকে এতোদিন চিকিৎসার জন্য কলকাতায় ছুটতে হতো। এখন থেকে সীমান্ত শহর বনগাঁতে বসেই সেই পরিষেবা পাওয়া যাবে। বেসরকারি সংস্থা এইচসিজিইকো ক্যান্সার সেন্টারের উদ্যোগে বনগাঁয় ওপিডি পরিষেবা চালু হল।
শুক্রবার এই পরিষেবার উদ্বোধন হল। সেখানে উপস্থিত ছিলেন দুই ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক ডা: শশাঙ্কশেখর দাস, ডা: করণ সেহগল, বনগাঁ পুরসভার প্রধান গোপাল শেঠ, ব্লক স্বাস্থ্য আধিকারিক ডা: মৃগাঙ্ক সাহারায়, সংস্থার মার্কেটিং বিভাগের কৌশিক সরকার, তীর্থপতি দাস সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে উপস্থিত বনগাঁ পুরসভার প্রধান গোপাল শেঠ বলেন, রাজ্য সরকারের দেওয়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে এই সংস্থা ক্যান্সারের চিকিৎসা করবে, সেটি ভালো উদ্যোগ। কারণ, অনেক ক্যান্সার আক্রান্ত রোগী আছেন, যারা অর্থের অভাবে এই রোগের চিকিৎসা ঠিকভাবে করাতে পারেন না।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এখানে রোগ ধরা পরার পর পরবর্তী চিকিৎসা স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে পাওয়া যাবে। দরিদ্র মানুষদের কথা ভেবে সংস্থার পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে।