Buxar-Tatanagar Express বক্সার টাটানগর এক্সপ্রেসে আগুন, আতঙ্কিত যাত্রীরা

0
20

ফের চলন্ত ট্রেনের কামরায় আগুন। বক্সার টাটানগর এক্সপ্রেসের অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক। পুরুলিয়ার ছররা এলাকার কাছে ঘটনাটি ঘটে। হঠাৎই চলন্ত ট্রেনে আগুন লাগতে দেখেন যাত্রীরা। সঙ্গে সঙ্গে ট্রেনটিকে দাঁড় করিয়ে দেওয়া হয়। ঘটনাস্থলে যাচ্ছেন রেলের আধিকারিকররা। ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

কী কারণে আগুন লাগল, তা অবশ্য স্পষ্ট নয়। প্রাথমিক তদন্তে রেলের অনুমান, শর্ট সার্কিটের জেরেই এ ঘটনা।

জানা যাচ্ছে, বক্সার থেকে এদিন দুপুরে পুরুলিয়ায় ঢোকার মুখে আচমকা ট্রেনটিতে আগুন লেগে যায়। কালো ধোঁয়া বেরোতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। সঙ্গে সঙ্গে ট্রেন থামিয়ে দেন চালক। কীভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা তা খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ। ঘটনার জেরে সংশ্লিষ্ট রুটে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। 

Previous articleEmerging as Key Drivers in India’s Warehousing Growth
Next article২৬-এ ভোট বৈতরণী পার হতে ঘুঁটি সাজানো শুরু! মমতার বাড়ির ওয়ার্ডেই কার্যালয় খুলবেন শুভেন্দু?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here