দেশের সময় ওয়েবডেস্ক:‌ ধানবাদ–গয়া শাখায় রেললাইনে বিস্ফোরণ।

গিরিডির কাছে কারামাবাদ ও চিচাকি স্টেশনের মাঝে বিস্ফোরণটি ঘটে। ঘটনাস্থল থেকে কিছুটা দূরেই উদ্ধার হয়েছে মাওবাদী পোস্টারও। মনে করা হচ্ছে বিস্ফোরণের নেপথ্যে মাওবাদীদের যোগসাজশ রয়েছে। বড় নাশকতার ছকও উড়িয়ে দেওয়া হচ্ছে না বলে জানিয়েছে পুলিশ। যদিও বিস্ফোরণে হতাহতের খবর নেই।

তবে বিস্ফোরণের জেরে রাজধানী সহ কয়েকটি ট্রেনের রুট বদল করা হয়েছে। বাতিলও হয়েছে একাধিক ট্রেন।
বুধবার রাত দেড়টা নাগাদ ধানবাদ–গয়া ডিভিশনে বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের কারণে রেল ট্র্যাকটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পরই সতর্ক রেল। একাধিক ট্রেনের রুটবদল করা হয়েছে। কিছু ট্রেন বাতিলও করা হয়েছে। নয়াদিল্লি–শিয়ালদহ রাজধানী এক্সপ্রেস, নয়াদিল্লি–ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস, নয়াদিল্লি–হাওড়া রাজধানী এক্সপ্রেস অন্য পথে গন্তব্যে পৌঁছবে। নিরাপত্তার কথা মাথায় রেখে গয়া–আসানসোল প্যাসেঞ্জার ট্রেন, আসানসোল–বারাণসী প্যাসেঞ্জার ট্রেন, দেহরি অন সোন–ধানবাদ এক্সপ্রেস বাতিলা করা হয়েছে।

ধানবাদ–গয়া শাখায় বাড়ানো হয়েছে নিরাপত্তাও। বিস্ফোরণের ঘটনায় তদন্তও শুরু হয়েছে। আবার নাশকতার আশঙ্কা থাকায় গতি নিয়ন্ত্রণ করে ট্রেন চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে নেওয়া হচ্ছে বিশেষ সতর্কতাও। ঘটনাস্থলে গেছেন রেলের কর্মকর্তা ও কর্মচারীরা। ট্র্যাক মেরামতের কাজ চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here