BJP: পার্থকে অপসারণের দাবি,কলকাতায় বিক্ষোভ মিছিল বিজেপির

0
449

দেশের সময় ওয়েবডেস্কঃ মন্ত্রিত্ব থেকে সরানো হোক পার্থ চট্টপাধ্যায়কে।

এই দাবিতে আজ মহানগরের বুকে বিক্ষোভ মিছিল বের করেছে গেরুয়া শিবির। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী, তৃণমূলের মহাসচিব পার্থ চ্যাটার্জি।

এই মুহূর্তে তিনি রাজ্যের শিল্পমন্ত্রী। পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখার্জির বাড়ি থেকে দুদিনে প্রায় ৫০ কোটি নগদ টাকা উদ্ধার করেছে ইডি। সঙ্গে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণের সোনা।

সূত্রের খবর, লাগাতার জেরার মুখে মন্ত্রী ঘনিষ্ঠ অর্পিতা মুখার্জি জানিয়েছেন, উদ্ধার হওয়া অর্থ পার্থর। যে ঘরে টাকা থাকত সেই ঘরের ঢোকার অনুমতি ছিলনা তাঁর। বিরোধীদের প্রশ্ন, এখনও কেন মন্ত্রিত্ব পদে বহাল রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়? কেন এখনও তৃণমূলের মহাসচিব পদে রয়েছেন তিনি? আজ সেই উত্তর চেয়েই পথে নেমেছে বিজেপি। ‘চোর ধরো, জেলে ভরো’ স্লোগান তুলে রাস্তায় নেমেছেন গেরুয়া শিবিরের নেতারা। 

কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত বিক্ষোভের মহামিছিল। মিছিলে উপস্থিত রয়েছেন রাহুল সিনহা, প্রিয়ঙ্কা টিব্রেওয়াল, মনোজ টিগগা সহ বঙ্গ বিজেপির প্রথম সারির নেতারা। রাজনৈতিক মহলের মতে, পার্থ ইস্যুতে এবার তৃণমূল সরকারের ওপর ব্যাপক হারে চাপ বাড়াতে চাইছে বিরোধীরা।

আজ সকাল থেকেই পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখার্জিকে সিজিও কমপ্লেক্সে জেরা করছেন তদন্তকারী অফিসাররা। আজ বিকেলেই মন্ত্রিসভার বৈঠক ডেকেছে তৃণমূল। বিকেলে তৃণমূল ভবনে বৈঠক ডেকেছেন অভিষেক। 

Previous articlePartha Chatterjee : মন্ত্রিত্ব থেকে পার্থকে সরালেন মমতা ,আপাতত পার্থর সবকটি দফতরই সামলাবেন মুখ্যমন্ত্রী
Next articlePartha Chatterjee: পার্থকে দলের সব পদ থেকে সাসপেন্ড করল তৃণমূল, ঘোষণা অভিষেকের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here