ভোট যেদিন, যেখানে হবে তৃণমূলকে হারাব:দিলীপ / বনগাঁ, নীলাদ্রি ভৌমিকঃ

0
1097

ভোট যেদিন, যেখানে হবে তৃণমূলকে হারাব:দিলীপ / বনগাঁ, নীলাদ্রি ভৌমিকঃ রাজ্য নিবার্চন কমিশন মনোনয়ন জমা দেওয়ার একটি সুযোগ করে দিয়েছে আমাদের৷আগামী কাল আরো ১৫০০০ আসনে প্রার্থী দিচ্ছি৷ ভোট যেখানে যেদিন হবে তৃণমূল কে হারাব৷রবিবার বনগাঁ মহকুমার আকাইপুর, চৌবেড়িয়া, কালুপুর, গাইঘাটার চাঁদপাড়ায় পঞ্চায়েতের  ভোট প্রচারে এসে এভাবেই দলীয় কর্মী-সমর্থকদের অনুপ্রাণিত করলেন বিজেপি র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ এদিন তিনি বলেন, ২২রাজ্যে বিজেপি ক্ষমতায় আসন্ন কর্ণাটক বিধানসভায় আমরা জয়লাভ কোরব৷মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির গতিকে ভয় পাচ্ছেন, সেই বীজয় রথ পশ্চিমবঙ্গে ধেয়ে আসছে। তাই পেশী শক্তি ও পুলিশের সহোযোগিতায় আমাদের মনোনয়ন জমা দিতে বাধা দেওয়া হয়েছে৷ এমন কি মারধোর ও প্রার্থীদের অপহরণ করা হচ্ছে৷ পশ্চিমবঙ্গে গনতন্দ্র বিপন্ন৷ পঞ্চায়েত ভোটে একবার বিশ্বাস করে দেখুন৷ আমাদেরকে সুযোগ দিন৷ দিলীপ ঘোষ এদিন রহিঙ্গা অনুপ্রবেশ, মুসলিম মৌলবাদীদের বাড়বাড়ন্ত এবং তৃণমূলের তেষণের রাজনিতি নিয়ে রাজ্যের শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েননি তাঁর বক্তব্যে৷ বৈশাখী তাপদহের দুপুরে সভাগুলিতে কর্মি-সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো৷ এই সভাগুলি তে উপস্থিত ছিলেন, জেলার সভাপতি প্রদীপ বন্দ্যোপাধ্যায়,সাধারন সম্পাদক শঙ্কর চট্টপাধ্যায়,জেলাপর্যবেক্ষক মৌসুমী বিশ্বাস,জেলার সহসভাপতি মধুসূধদন মন্ডল ও জেলা কমিটির সদস্য দেবদাস মণ্ডল৷ বিজেপি সভাপতির সভাকে তীব্র ভাষায় সমালোচনা করে জেলা তৃণমূল নেতৃত্ব বলেন, ধর্মীয় মেরুকরণ ও বিভাজনের রাজনীতির আমাদের জেলায় কোন স্থান নেই৷ মোদীর সরকারই বাংলার পঞ্চায়েত কে দেশের মধ্যে সেরার শিরোপা দিয়েছে৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে ওরা আতঙ্কিত৷ফলে পঞ্চায়েত নির্বাচন নিয়ে মানুষের কাছে না গিয়ে আদালতে ছুটছে৷আসন্ন ভোটে বিজেপি সহ বিরোধীদের প্রত্যাখ্যান করবেন বাংলার সাধারণ মানুষ৷/দেশের সময়/

Previous articleফের পাক হামলা, সুরক্ষা চান মানুষ
Next articleইছামতীর টানে”: /শম্পা গুহ মজুমদারঃ দেশের সময়:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here