Bengal Global Business Summit: শিল্পের গন্তব্য কেন পশ্চিমবঙ্গ, দিল্লিতে শিল্পপতি সমাবেশে তুলে ধরল রাজ্য

0
487

দেশের সময় ওয়েবডেস্কঃ আগামী ২১ এবং ২২ এপ্রিল কলকাতায় অনুষ্ঠিত হবে শিল্পের শীর্ষ সম্মেলন বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট (বিজিবিএস) । ওই সম্মেলন সফল করার লক্ষ্যে বিভিন্ন রাজ্যে শিল্পপতিদের সামনে বাংলার শিল্প সম্ভাবনার ছবি তুলে ধরছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

শুক্রবার এমনই একটি শিল্প বৈঠক অনুষ্ঠিত হল দিল্লিতে। পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমের চেয়ারম্যান তথা রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব রাজীব সিনহার নেতৃত্বে পদস্থ আমলাদের একটি প্রতিনিধিদল শিল্পপতিদের সামনে শিল্পের পরিকাঠামোগত সুবিধাগুলি তুলে ধরেন।


প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রায় দু’শো জন শিল্পপতি সেখানে হাজির ছিলেন। প্রায় পঞ্চাশজন শিল্পপতির সঙ্গে একান্ত কথা বলেন রাজ্যের অফিসাররা।
রাজীব সিনহা বলেন, পশ্চিমবঙ্গ সরকার এবং রাজ্যের আর্থিক অবস্থা খুবই স্থিতিশীল। করোনা মহামারীর সময়ও পশ্চিমবঙ্গের আর্থিক বিকাশ হয়েছে। বেড়েছে রাজ্য সরকারের আয়।

রাজীব সিনহা আরও বলেন, রাজ্যে শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল, পরিকাঠামো আছে। দুটি আন্তর্জাতিক বিমানবন্দর আছে রাজ্যে। শিল্পের ছাড়পত্র প্রদান সংক্রান্ত নিয়মকানুন অনেক শিথিল করা হয়েছে রাজ্যে। সব মিলিয়ে বাংলা তৈরি বিনিয়োগকারীদের স্বাগত জানাতে।

Previous articleLocal Train বনগাঁ সহ মেইন শাখার জন্য বড় সিদ্ধান্ত, স্টপেজ বাড়ছে গ্যালোপিং ট্রেনের
Next articleMalda Explosion: বাংলা জুড়ে বোমা-বারুদ তল্লাশি অভিযানের মধ্যেই মালদহে বড়সড় বিস্ফোরণ, মৃত ১ শিশু

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here