Bangaon News বনগাঁ চাকদহ সড়কে ট্রাকের চাকা ফেটে বিপত্তি , যান চলাচল ব্যাহত

0
127

দেশের সময়, বনগাঁ:শুক্রবার রাতে বনগাঁ চাকদহ সড়কে ট্রাকের চাকা ফেটে বিপত্তি । স্থানীয় সূত্রে জানা গেছে চাকদহের দিক থেকে একটি পণ্যবোঝাই ট্রাক বনগাঁ শহরের দিকে আসছিল । হঠাৎ ট্রাকটির একটি চাকা ফেটে গিয়ে ট্রাকের মধ্যে থাকা পণ্য রাস্তায় ছিঁটকে পড়ে যায় । আর তাতেই যানচলাচল ব্যাহত হয় । প্রতক্ষ্যদর্শীদের কথায় ট্রাকটিতে অতিরিক্ত পণ্য থাকার কারণে এই বিপত্তি । খবর পেয়ে বনগাঁ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে ।

তথ্য ও ছবি পিয়ালী মন্ডল ।

Previous articleLocal Train শনি-রবি বনগাঁ সহ শিয়ালদহ মেন লাইন এ বাতিল একগুচ্ছ ট্রেন
Next articleSamir Aichশুরু হলো চিত্র প্রদশর্নী ‘ফিল দ্য পালস অফ আর্ট’,  উদ্বোধন করলেন শিল্পী সমীর আইচ ও মোহিনী বিশ্বাস: দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here