অর্পিতা বনিক , বনগাঁ: আমরা জানি আলো অন্ধকার দূর করে ঠিক তেমনি বই মানুষের মনের ভেতরে জ্ঞানের আলো এনে যাবতীয় অন্ধকারকে দূর করে চেতনার আলোতে সবকিছুকে উদ্ভাসিত করে দেখায়। বই অতীত থেকে ভবিষ্যৎ , নিকট থেকে দূরে , প্রান্ত থেকে অন্তে এমনকি যুগ থেকে যুগান্তরে জ্ঞানের আলোকে পৌঁছে দিতে পারে ।

তাই দেশ কালের সীমানা অতিক্রম করে জ্ঞানের আলোকে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারে একমাত্র বই । শ্রেষ্ঠ শিক্ষা হল আত্মশিখন । আর বই সেই আত্ম শিখনের শ্রেষ্ঠ সহায়ক । বিনোদন থেকে শিক্ষা , অবসর যাপন থেকে নিঃসঙ্গতা দূর ,সবেতেই বই শ্রেষ্ঠ অবলম্বন হতে পারে । দেখুন ভিডিও:

ইছামতীর শহর বনগাঁয় উত্তর২৪পরগনা ৩৪তম জেলা বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধনের কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে ইতি মধ্যেই ৷ চলছে শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি পর্ব৷

মেলা চলবে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত। এনিয়ে তৃতীয়বারের জন্য বনগাঁয় জেলা বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে। এর আগে ২০১৭ ও ২০১৯ সালে বনগাঁয় জেলা বইমেলা হয়েছিল। তাতে ব্যাপক সাড়া পড়েছিল। বই বিক্রিতেও রেকর্ড গড়ে। তারই ভিত্তিতে ফের জেলা বইমেলা বনগাঁয় করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

একদিকে বইপ্রেমীরা, অপরদিকে বই প্রকাশনার সঙ্গে যুক্ত অনেকেই কিন্তু ইতি মধ্যেই চলে এসেছেন বই মেলা প্রাঙ্গণে। শুধু বইয়ের বিকিকিনিই নয়, বইমেলাকে কেন্দ্র করে যেন মিলনক্ষেত্রের চেহারা নিয়েছে গোটা এলাকা।
করোনা আতঙ্ককে কে বুড়ো আঙুল দেখিয়ে বইপ্রেমীরা এবারের বইমেলাকে সফল করে তুলতে বদ্ধ পরিকর৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here