অর্পিতা বনিক, বনগাঁ গত জুলাই মাসে রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে বনগাঁ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ড এবং আসানসোল পুরনিগমের ৬ নম্বর ওয়ার্ডে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগামী ২১ আগস্ট উপনির্বাচন হবে এই ওয়ার্ডে।

একই সঙ্গে জানিয়ে দেওয়া হয় ৬ই আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহার করার শেষ দিন।একই দিনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে। ২৬ শে আগস্ট এর মধ্যে সমস্ত নির্বাচন প্রক্রিয়াটিকে সম্পন্ন করতে হবে।

উত্তর ২৪ পরগনার বনগাঁয় ১৪ নম্বর ওয়ার্ডের জয়ী তৃণমূল প্রার্থী দিলীপ দাসের অকাল প্রয়াণের কারণে এই ওয়ার্ডে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ২১ আগস্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। আর তাকে কেন্দ্র করেই এখন সরগরম বনগাঁর রাজনীতি। ইতিমধ্যেই তৃণমূল,সিপিএম এবং বিজেপি-র প্রার্থীরা বনগাঁ মহকুমাশাসকের দপ্তরে তাঁদের মনোনয়নপত্র জমা দিয়ে তাঁরা ভোট ময়দানে নেমে শুরু করেছে ভোটের প্রচার৷ দেখুন ভিডিও

গত পুরসভা নিরর্বাচনের ফল ঘোষণার পরেই শারিরীক অসুস্থতার কারণে মৃত্যু হয়েছিল ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূলের বিজয়ী কাউন্সিলার দিলিপ দাসের। তাঁর মৃত্যুর কারণে এই ওয়ার্ডে উপ নির্বাচন হতে চলেছে।

এই উপনির্বাচনে বিজেপি-র পক্ষ থেকে অরূপ পাল কে বিজেপি প্রার্থী হিসেবে মনোনীত করেছে বিজেপি সাংগঠনিক জেলা নেতৃত্ব। জেতার ব্যাপারে আশাবাদী বিজেপি প্রার্থী অরুপ পাল৷

গত মঙ্গলবারই মনোনয়নপত্র জমা দেন বিজেপি প্রার্থী অরূপ পাল। সঙ্গে ছিলেন দলের বনগাঁ উত্তর এবং দক্ষিনের বিধায়ক যথাক্রমে অশোক কীর্তনিয়া এবং স্বপন মজুমদার। ছিলেন দলের জেলা সভাপতি রামপদ দাস এবং অন্যান্য কার্যকর্তারা।

একই দিনে সিপিএমের বনগাঁ শহর কমিটির দলীয় কার্যালয় থেকে দলীয় নেতা, কর্মীদের সঙ্গে নিয়ে মিছিল করে গিয়ে বনগাঁ মহকুমা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দেন সিপিএম প্রার্থী ধৃতিমান পাল।

এদিকে তখনও বনগাঁ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী কে হবেন, তা নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত চরম গোপনীয়তা বজায় রাখে জেলা তৃণমূল নেতৃত্ব। আগে থেকে নাম প্রকাশ করলে দলের অভ্যন্তরে কলহ বাঁধতে পারে, এই আশঙ্কায় নাম প্রকাশ করা হয় নি বলে রাজনৈতিক মহলের ধারণা।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, বিজেপি-র বিধায়ক তথা তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার বর্তমান সভাপতি বিশ্বজিৎ দাসের অত্যন্ত স্নেহভাজন পাপাই রাহার নাম অবশেষে প্রার্থী হিসাবে ঘোষণা করে তৃণমূল৷ এবং গত বুধবারই অসংখ্য তৃর্ণমূলকর্মী সমর্থকদের কে সঙ্গে নিয়ে বনগাঁ মহকুমাশাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দেন পাপাই রাহা ৷

উল্লেখ্য, এই ওয়ার্ডের জয়ী তৃণমূল প্রার্থী দিলীপ দাস প্রয়াত হওয়ার পর থেকেই এই ওয়ার্ডের উপনির্বাচনে কে দলের প্রার্থী হবেন, তা নিয়ে চর্চা শুরু হয়। দলের বিশেষ দুএকজনের নাম উঠে আসে। স্থানীয় তৃণমূল কর্মীরা একজনের নাম প্রস্তাব করে তা সোস্যাল মিডিয়ায় ছড়িয়েও দেন।

এই পরিস্থিতিতে দল শেষ পর্যন্ত কাকে প্রার্থী করছে, তা নিয়ে চরম গোপনীয়তা বজায় রাখে দলীয় নেতৃত্ব। কারণ হিসেবে আশঙ্কাপ্রকাশ করা হয় যে, আগে থেকে নাম প্রকাশ্যে চলে এলে দলের ভেতরেই কলহ তৈরি হতে পারত। আর সেই আশঙ্কায় শেষ মুহূর্ত পর্যন্ত এব্যাপারে দল গোপনীয়তা বজায় রাখে। গত মঙ্গলবার গভীররাত পর্যন্ত তৃনমূলের কোন স্তরেই প্রার্থীর নাম কারো মুখে শোনা যায়নি ৷ অবশেষে গত বুধবার সকালে প্রার্থীর নাম প্রকাশ হতেই কর্মীরা প্রচারে নেমেছে কোমর বেঁধে৷ এখন দেখার এই ওয়ার্ড তৃণমূল ধরে রাখতে সক্ষম হয় কিনা !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here