দেশের সময় ওয়েবডেস্কঃ আজ পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফল গণনা। উত্তরপ্রদেশ, পাঞ্জাব, গোয়া, মণিপুর এবং উত্তরাখণ্ডের রায় কোন দিকে যায় সেদিকেই নজর গোটা দেশের। এদিকে প্রতিটি গণনা কেন্দ্রের সামনে কড়া নিরাপত্তা। শুরু ভোটগণনা আপডেট দেখুন :

জয়ের পর মঞ্চে মাকে জড়িয়ে ধরে আনন্দাশ্রু পঞ্জাবের হবু মুখ্যমন্ত্রীর

এক মওকা দেনা আপ্পা কেজরীবাল নু, এক মওকা দেনা ভগবন্ত মান নু’, লুপে এই গান বেজে চলেছে পঞ্জাবের ধুরি-তে। সামনে নেচে চলেছেন আপ কর্মী ও সমর্থকরা। নিজের কেন্দ্রে জয়ের পরেই বক্তৃতা করলেন পঞ্জাবের হবু মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। জানালেন, তিনি সাধারণ মানুষ হয়ে সাধারণের সেবা করবেন।

৪৫ হাজার ভোটে জয়ী আপের ‘মুখ্যমন্ত্রী মুখ’ ভগবন্ত মন

৪৫ হাজার ভোটে জয়ী হলেন আপ প্রার্থী ভগবন্ত মন। তাঁকে জড়িয়ে ধরে শুভেচ্ছা জানালেন কেজরীবাল। পাশাপাশি গোয়ায় এ বার দুটি আসনে জয়ী হয়েছে আম আদমি পার্টি। 

পরাজিত তৃণমূল প্রার্থী, এ বার গোয়াতেও খাতা খুলল আম আদমি পার্টি

পঞ্জাবে বিপুল ব্যবধানে জয়ের একেবারে সামনে অরবিন্দ কেজরীবালের আম আদমি পার্টি। একই সঙ্গে সৈকতরাজ্য গোয়াতেও খাতা খুলল তারা। গত বিধানসভা ভোটে লড়লেও একটি আসনও কেজরীর দল। এবার তৃণমূল প্রার্থী তথা বেনোলিমের প্রাক্তন বিধায়ক চার্চিল আলেমাওকে পরাজিত করলেন তিনি।
উল্লেখ্য, এই আসনটি নিয়ে আশাবাদী ছিল গোয়ায় প্রথম বার ভোটে লড়া তৃণমূল।

মণিপুরে বিজেপির জয়, মুখ্যমন্ত্রী বিরেন জিতলেন ১৮ হাজারের বেশি ভোটে

পঞ্জাব ছাড়া বাকি চার রাজ্যেই কার্যত গেরুয়া ঝড়। মণিপুরের ইম্ফল কেন্দ্রের প্রার্থী তথা বিদায়ী মুখ্যমনন্ত্রী এন বিরেন সিংহ জিতলেন ১৮ হাজার ২৭১ ভোটে।

উত্তরপ্রদেশ:‌ যোগীরাজ্যে গেরুয়া ঝড়, ফের সরকার গঠন করতে চলেছে বিজেপিউত্তরপ্রদেশ:‌ সর্বশেষ পাওয়া আপডেট অনুযায়ী প্রদত্ত ভোটের ৪২.‌৩ শতাংশ ভোট পেয়েছে বিজেপি, সমাজবাদী পার্টি পেয়েছে ৩১.‌৬ শতাংশ, বহুজন সমাজবাদী পার্টির ঝুলিতে ১২.‌৭ শতাংশ ভোট

গোয়ায় ফুটল না ঘাসফুল, জোটসঙ্গী মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি কয়েকটি আসনে এগিয়ে থাকলেও এখনও পর্যন্ত শূন্য তৃণমূল

গোয়ায় বিজেপিকে সমর্থনের ঘোষণা নির্দল প্রার্থীর, সৈকত রাজ্যে ফের ক্ষমতায় গেরুয়া শিবির

পাঞ্জাবে উন্নয়ন হয়নি, কাজ করবে আপ। আমাদের হারাতে অনেক ষড়যন্ত্র হয়েছে, মানুষ তার জবাব দিয়েছে, বললেন অরবিন্দ কেজরিওয়াল

পাতিয়ালা কেন্দ্রে হার প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের, আপ প্রার্থী অজিত পাল সিংয়ের কাছে ১৯,৬৯৭ ভোটে হার

সংখ্যাগরিষ্ঠতা না পেলেও গোয়া ও মণিপুরে একক সংখ্যাগরিষ্ঠ দল বিজেপি। সরকার গঠনের দাবি জানিয়ে রাজ্যপালের দ্বারস্থ হতে চলেছে গেরুয়া শিবির 

উত্তরপ্রদেশের নির্বাচন- এর ফলাফল ঘোষণা আজ। লোকসভা নির্বাচনের আগে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে গোটা দেশ। যোগী রাজ্যের রাজনৈতিক সমীকরণের উপর লোকসভা নির্বাচনে বিজেপি-র ভাগ্য অনেকাংশে নির্ভরশীল বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। নির্বাচনী প্রচারে সামান্যতম খামতি রাখেনি বিজেপি৷

এদিকে, হাথরাস, উন্নাও, লখিমপুর খেরির ঘটনাগগুলিকে সামনে রেখের যোগীর ‘রাম রাজ্য’-এর দাবি খারিজ করেছিলেন বিরোধীরা। পরিবর্তনের ডাক দিয়েছেন অখিলেশ যাদব। তাঁর সমর্থনে প্রতিবেশী রাজ্যে গিয়ে প্রচার করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও। এই পরিস্থিতিতে উত্তরপ্রদেশে কুর্সি ধরে রাখা যোগী আদিত্যনাথের জন্য বড় চ্যালেঞ্জ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

একনজরে উত্তরপ্রদেশ নির্বাচনের হাইলাইটস —

১. আজ ৪০৩ জন জনপ্রতিনিধি বেছে নেবে উত্তরপ্রদেশের জনতা।

২.সাত দফায় সম্পন্ন হয়েছে উত্তরপ্রদেশের নির্বাচন। ১০ ফেব্রুয়ারি ছিল প্রথম দফায় ভোট। প্রথম দফায় ভোট পড়েছিল ৬৯.৪২ শতাংশ। ১৫ ফেব্রুয়ারি দ্বিতীয় দফা নির্বাচনে ভোট পড়েছিল ৬৪.৬৬ শতাংশ। ২০ ফেব্রুয়ারি তৃতীয় দফা নির্বাচনে ভোট পড়েছিল ৬২.৪৯ শতাংশ। ২৩ ফেব্রুয়ারি চতুর্থদফা নির্বাচনে ভোট পড়েছিল ৬২.৮২ শতাংশ। পঞ্চম দফা নির্বাচনে উত্তরপ্রদেশে ভোট পড়ে ৫৮.৩৩ শতাংশ, ষষ্ঠ দফা নির্বাচনে ভোট পড়েছিল ৫৫.৭৯ শতাংশ।

৩. ২০১৭ সালে ২০২২ তুলনায় বেশি শতাংশ ভোট পড়ে।

৪. বুথ ফেরত সমীক্ষার রিপোর্ট বলছে উত্তরপ্রদেশে আবারও সরকার গড়তে চলেছে BJP। Metrize-এর বুথফেরত সমীক্ষা বলছে উত্তরপ্রদেশে BJP পাবে ২৬২-২৭৭টি আসন। SP পাবে ১১৯-১৩৪টি আসন।

৫. NewsX-Polstrat-এর বুথ ফেরত সমীক্ষা বলছে UP-তে BJP পাবে ২১১-২২৫টি আসন। SP পেতে পারে ১৪৬-১৬০টি আসন।

৬. . এই প্রথমবার বিধানসভা নির্বাচনে লড়েছেন Yogi Adityanath। Gorakhpur urban assembly seat থেকে লড়েছেন তিনি। তাঁর বিরুদ্ধে কংগ্রেসের প্রার্থী কবি ও লেখিকা তথা গোরক্ষপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিষদের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট চেতনা পাণ্ডে এবং সমাজবাদী পার্টির প্রার্থী সুভাবতী শুক্লা।

৭. আট জানুয়ারি উত্তরপ্রদেশ নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করেছিল কমিশন। এরপর সে রাজ্যে যোগী আদিত্যনাথ র‍্যালি এবং রোড শো করেছেন ২০৩ টি। তাঁকে প্রচার ময়দানে হারিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। তাঁর র‍্যালি এবং রোড শোর সংখ্যা ২০৯টি।

৮. উত্তরপ্রদেশ নির্বাচনে অখিলেশ যাদবের হয়ে প্রচার করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷

৯. BJP-র হয়ে UP-তে ২৮টি র‍্যালি এবং রোড শো করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

১০. নির্বাচন কমিশনের ওয়েবসাইটে https://results.eci.gov.in এ পাঁচ রাজ্যের ফলাফল দেখা যাবে। এছাড়াও এই সময় ডিজিটালে পাঁচ রাজ্যের নির্বাচনের ফলাফল সংক্রান্ত যাবতীয় আপডেট পাওয়া যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here