সুদীপ্ত দাস, অশোকনগর : দুদিন ফোন বন্ধ থাকায় প্রেমিকের খোঁজে প্রেমিকা উত্তর২৪পরগনার গোপালনগর থেকে মঙ্গলবার দুপুরে সটান হাজির হয় অশোকনগরে প্রেমিকের বাড়িতে। এরপরই ঘটনা মোড় নেয় অন্যদিকে ৷
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে অশোকনগর থানার বনবনিয়া রামকৃষ্ণপল্লীর বাসিন্দা রাজীব সরকার গত সোমবারই কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছে। রাজীবের পরিবার সূত্রে জানা গেছে, সোমবার অচৈতন্য অবস্থায় হাবড়া হাসপাতালে তাঁদের ছেলেকে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন এবং প্রাথমিকভাবে ডাক্তারদের কাছ থেকে বাড়ির লোক জানতে পারেন কীটনাশক খেয়েই মৃত্যু হয়েছে রাজীবের৷
এই পরিস্থিতির মধ্যেই গোপালনগর থেকে রাজীবের বাড়ি মঙ্গলবার দুপুরে প্রেমিকা পরিচয়ে উপস্থিত হয় ওই মহিলা৷ পুলিশ সূত্রে জানা গেছে, প্রেমিকার বাড়ি গোপালনগর থানা এলাকায়৷ রাজীবের সঙ্গে ২৬ বছর বয়সী বিবাহিত ওই মহিলার প্রেমের সম্পর্ক ছিল ৷
পুলিশ ও স্থানীয়রা জিজ্ঞাসাবাদ করে জানতে পারে,ওই মহিলার সঙ্গে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় রাজীবের এবং গভীর প্রেমে জড়িয়ে পড়ে রাজিব ৷
অশোকনগর কল্যাণগড় পৌরসভার বনবনিয়া রামকৃষ্ণ পল্লীতে রাজীব সরকারের বাড়ি হলেও কর্মসূত্রে সৌদি আরব থাকতো, পারিবারিক সূত্রে জানা গেছে ৪৫ দিন ছুটি নিয়ে বাড়ি এসেছিল রাজিব সরকার। বাড়ি ফেরার পর থেকেই তাঁদের ছেলে বাড়িতে থাকত না বেশির ভাগ সময়৷ সোমবার সকালবেলা রাজীবের ঘরে ডাকতে গেলে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারের লোকজন। অনেক ডাকাডাকির পরও কোন উত্তর না পেয়ে পরিবারের সদস্যরা তাঁকে হাবড়া স্টেট জেনারেল হসপিটালে নিয়ে গেলে চিকিৎসকেররা তাঁকে মৃত বলে ঘোষণা করে।
ঘটনাচক্রে রাজীবের মৃত্যুর পরদিন মঙ্গলবার দুপুরে গোপালনগর থানার পাল্লা গ্রামের বাসিন্দা ওই মহিলা রাজিবের খোঁজ করতে আশোকনগর আসতেই তাঁকে ঘিরে ধরে স্থানীয় বাসিন্দারা এবং জিজ্ঞাসাবাদ করতে থাকে ও জানতে পারে মহিলাটি স্বামী ও সন্তান রয়েছে, রাজীবের সঙ্গে ফোনের কথা বলার সুবাদে বেশ কিছু টাকাও হাতিয়ে নিয়েছে ওই মহিলা এমনই অভিযোগ পরিবারের লোকেদের । স্থানীয় বাসিন্দারা গণপিটুনি দিয়ে অশোকনগর থানার পুলিশ হাতে তুলে দেন বলে জানা গিয়েছে ৷