Amit Shah রবিবার পেট্রাপোলে ‘মৈত্রী দ্বার’ উদ্বোধনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমিত শাহ , আরও মসৃণ হতে চলেছে সীমান্ত বাণিজ্য : দেখুন ভিডিও

0
197
অর্পিতা বনিক  ও পার্থ সারথি নন্দী

 পেট্রাপোল : বদলাতে চলেছে এশিয়ার বৃহত্তম স্থলবন্দর ভারত-বাংলাদেশ সীমান্তের পেট্রাপোলের চেনা ছবি। চালু হতে চলেছে ‘আন্তর্জাতিক মৈত্রী দুয়ার’ এবং এবং আধুনিক যাত্রী টার্মিনাল। রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই টার্মিনালের উদ্বোধন করবেন বলে সূত্রের খবর। এর ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের বাণিজ্যিক লাভ হবে বলেই মনে করছে সীমান্ত বাণিজ্য মহল।

নতুন ‘আন্তর্জাতিক মৈত্রী দুয়ার’ – ছবি সব্যসাচী ভট্টাচার্য

উত্তর ২৪ পরগনার পেট্রাপোলের ভারত-বাংলাদেশ সীমান্তে চালু হচ্ছে নতুন যাত্রী প্রতীক্ষালয়। সঙ্গে নতুন একটি প্রবেশদ্বার নির্মাণ করা হয়েছে। তার নাম দেওয়া হয়েছে মৈত্রী গেট (Maitree Gate)। রবিবার নতুন দুই প্রকল্পের উদ্বোধন করতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তাঁর আগমন ঘিরে বনগাঁর সীমান্ত এলাকাকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে।

পেট্রাপোল সীমান্ত রাজ্যের বৃহত্তম স্থলবন্দর হিসেবে স্বীকৃত। পেট্রাপোলকে ভারত-বাংলাদেশ আমদানি-রপ্তানি বাণিজ্যের সবচেয়ে বড় প্রবেশপথও বলা হয়ে থাকে। দিনভর কয়েক হাজার পণ্যবাহী ট্রাক দু’দেশের মধ্যে এই স্থলবন্দরের ওপর দিয়ে যাতায়াত করে। সঙ্গে রয়েছে যাত্রী পারাপারও। দেশের গুরুত্বপূর্ণ এই স্থলবন্দরে নির্মাণ করা হয়েছে আধুনিক মানের নতুন একটি যাত্রী প্রতীক্ষালয়। দেখুন ভিডিও

https://youtu.be/G2Wrhfrl62k?si=wdQL3klB-uV2eY1_

দু’দেশের মধ্যে পণ্যবাহী ট্রাক পারাপারের জন্য আগে একটি প্রবেশদ্বার ছিল। তৈরি করা হয়েছে আরও নতুন একটি প্রবেশদ্বার। নতুন দুই প্রকল্পের উদ্বোধন করবেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

রবিবার সকালে তিনি পেট্রাপোল বন্দরে আসবেন। সকাল ১১টা ১৫ মিনিটে তিনি কালিয়ানি বিএসএফ ক্যাম্পের হেলিপ্যাডে নামবেন। নতুন দুই প্রকল্পের উদ্বোধনের পর সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিকদের সঙ্গে তিনি সীমান্তের নিরাপত্তা নিয়ে একটি বৈঠকও করবেন।

৫৫ মিনিটের সফর শেষ করে ১২:১০ মিনিটে আবার তিনি পেট্রাপোল থেকে বেরিয়ে যাবেন। স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের আগে পেট্রাপোল সীমান্তের নতুন প্যাসেঞ্জার টার্মিনালের চূড়ান্ত প্রস্তুতির কাজ চলছে। শনিবার পেট্রাপোল ল্যান্ড পোর্ট অথরিটির কর্তারা সেখানে শেষ মুহূর্তের প্রস্তুতির কাজ পরিদর্শন করেন। 

পেট্রাপোল ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়া’র চেয়ারম্যান আদিত্য মিশ্র বলেন, ‘নতুন যাত্রী প্রতীক্ষালয়টি অত্যাধুনিক পরিষেবাযুক্ত করা হয়েছে। এতদিন পর্যন্ত যাত্রীরা রোদের মধ্যে রাস্তার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করতেন। এখন থেকে সেই অসুবিধা আর থাকবে না। শীতাতপ নিয়ন্ত্রিত যাত্রী প্রতীক্ষালয়ে তাঁরা স্বাচ্ছন্দের সঙ্গে অপেক্ষা করতে পারবেন। ‌সঙ্গে যে নতুন প্রবেশদ্বার করা হয়েছে, তার নাম দেওয়া হয়েছে মৈত্রী গেট। নতুন এই প্রবেশদ্বার চালু করার পর পণ্য পরিবহণের কাজ আরও সহজতর হবে।’

যদিও পেট্রাপোল বন্দরের ক্লিয়ারিং ও ফরওয়ার্ডিংয়ের সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, আধুনিক মানের এই পোর্ট-এর সংযোগকারী জায়গা যা বাংলাদেশের দিকে অবস্থিত তা এখনও সংস্কার করা হয়নি। যাতায়াত থেকে বাণিজ্য সব কিছুরই সুবিধা হবে মৈত্রী দ্বার এবং আধুনিক যাত্রী টার্মিনাল চালু হলে।

পেট্রাপোল এক্সপোর্ট এন্ড ইমপোর্ট ওয়েল ফেয়ার এ্যাসোসিয়েশনের সম্পাদক প্রদীপ দে বলেন , সীমান্তের  নতুন  ‘মৈত্রী ‘ দ্বার দু দেশের সীমান্ত বাণিজ্যে গতি আনবে। পাশাপাশি আধুনিক প্রযুক্তিতে পণ্য পরিবহনের  নিরাপত্তার সুবিধা রয়েছে এই নতুন মৈত্রী গেটে । ফলে অতিরিক্ত সুরক্ষার সঙ্গে বাণিজ্যিক পণ্য সঠিক ভাবে দ্রুততার সঙ্গে দু দেশের মধ্যে পৌঁছে যাবে বলে ধারনা । এই পথে  আরও সহজ হবে সীমান্ত বাণিজ্য ।

Previous articleLocal Train কালীপুজোয় শিয়ালদায় একগুচ্ছ স্পেশ্যাল ট্রেন, রুট ও টাইমটেবিল জানাল পূর্ব রেল : দেখুন ভিডিও
Next articleDana Effect in West Bengal ‘দানা’র প্রভাবে বৃষ্টি, চাষের জমিতে জল থৈ থৈ, মাথায় হাত কৃষকদের! আবার বাড়তে পারে সবজির দাম : দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here