![](https://deshersamay.com/wp-content/uploads/2022/06/08062022-683x1024.jpg)
দেশের সময় ওয়েবডেস্ক অগ্নিপথ প্রকল্প ঘিরে তীব্র বিরোধিতা চলছে।অগ্নিপথ প্রকল্প ঘিরে বিরোধিতার আবহে এ বার সুপ্রিম কোর্টে গেল কেন্দ্রীয় সরকার। দেশের শীর্ষ আদালতে কেন্দ্রের তরফে ক্যাভিয়েট দাখিল করা হল। চুক্তিভিত্তিক সেনা নিয়োগের এই প্রকল্পকে চ্যালেঞ্জ করে আদালতে আবেদন জানানো হয়েছে। সেই আবেদনের ভিত্তিতে কোনও সিদ্ধান্তে পৌঁছনোর আগে কেন্দ্রের বক্তব্য শোনা হোক। মোদী সরকারের পক্ষ থেকে এই আবেদন জানানো হয়েছে উচ্চ আদালতে।
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/06/arati-eletronics-add-001.jpg)
সেই আবেদনের ভিত্তিতে কোনও সিদ্ধান্তে পৌঁছনোর আগে কেন্দ্রের বক্তব্য শোনা হোক। মোদী সরকারের পক্ষ থেকে এই আবেদন জানানো হয়েছে দেশের শীর্ষ আদালতে।
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/06/ns-moti.jpg)
এটা ঘটনা ইতিমধ্যেই অগ্নিপথ প্রকল্প খতিয়ে দেখার জন্য সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন দিল্লির এক আইনজীবী। অগ্নিপথকে ঘিরে দেশ জুড়ে যে বিক্ষোভ ও প্রতিবাদ হচ্ছে এবং তার জেরে সরকারি সম্পত্তির কত ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখতে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করার আর্জি জানানো হয়েছে। পাশাপাশি, এই প্রকল্প খতিয়ে দেখার জন্য সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি বিশেষজ্ঞ দল গঠন করার আবেদন করেছেন মামলাকারী।
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/06/DS-AD-08.jpg)
সম্প্রতি নরেন্দ্র মোদী সরকারের অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় বিহার–সহ একাধিক রাজ্যে বিক্ষোভের আগুন জ্বলেছে। বিধি শিথিল–সহ একাধিক সুযোগ ও সুবিধার কথা জানালেও তাতে বিক্ষোভ কমেনি।
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/06/DS-AD-09.jpg)
বিধি শিথিল-সহ একাধিক সুযোগ-সুবিধার কথা জানালেও তাতে ক্ষোভ প্রশমিত যে হয়নি, তা বিক্ষোভের আঁচ দেখলেই স্পষ্ট। এবার অগ্নিপথ প্রকল্প ঘিরে জল গড়াল শীর্ষ আদালতে।
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/06/DS-AD-03.jpg)
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/06/DS-AD-10.jpg)
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/06/DS-AD-04.jpg)
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/06/niva-add-new-scaled.jpg)
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/06/DS-AD-06.jpg)
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/06/DS-AD-12.jpg)
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/06/DS-AD-11.jpg)