Abhishek Banerjee: ইডির নিষেধাজ্ঞা নাকচ, চিকিৎসার জন্য দুবাই যেতে পারবেন অভিষেক, অনুমতি দিল আদালত

0
699

দেশের সময় ওয়েবডেস্কঃ ইডি–র আপত্তিতে কান দিল না।চোখের চিকিৎসার জন্য দুবাই যেতে পারবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

মানবিক কারণে তৃণমূলে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দুবাই যাওয়ার অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার বিস্তারিত শুনানির পর বিচারপতি বিবেক চৌধুরী এই অনুমতি দিয়েছেন। ইডির- পক্ষের আইনজীবী বিদেশ যাত্রার বিরোধিতা করে একাধিক যুক্তি দিয়েছিলেন শুনানিতে। সেখানে তিনি বলেন, যে আবেদন করা হয়েছে তা অসম্পূর্ণ।

৩ থেকে ১০ জুন স্ত্রীর সঙ্গে গিয়ে দুবাইয়ে চিকিৎসা করাতে পারবেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক। তবে তিনি কোন হোটেলে থাকবেন, ফোন নম্বর, হাসপাতালের ঠিকানা ইডি–কে দিয়ে যেতে হবে। এও জানিয়ে দিল ক্যালকাটা হাইকোর্ট।

অভিষেক দুবাইয়ে চিকিৎসার জন্য যেতে পারবেন না। জানিয়েছিল ইডি। সেই নির্দেশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক। সেই শুনানিতে ইডি–র আইনজীবী এম ভি রাজু সওয়াল করেন, দুবাইতে রয়েছে কয়লা পাচারকারী কাণ্ডের অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্র।

ইডি–র আশঙ্কা দুবাইতে বিনয়ের সঙ্গে দেখা করে অভিষেকও পালিয়ে যেতে পারেন। ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত এই বিনয়ের সঙ্গে একাধিক বার বিদেশ গিয়েছিলেন বলে দাবি ইডি–র।

যদিও ইডির আইনজীবীর যুক্তিকে কার্যত উড়িয়ে দিয়েছে আদালত। শুনানির শেষে আদালত বলে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডি এফআইআর অভিযুক্ত নন। আগেও হাজিরা দিয়েছে ইডি কাছে দিল্লিতে। এক বারের বেশি হাজিরা দিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশের পর নতুন করে কোনও সমন পাঠায়নি ইডি। ২৯ মার্চ তাঁর সমস্ত ডকুমেন্ট দিয়ে এসেছেন অভিষেক। এমন অবস্থায় কখনই বলা যায় না যে ইডির সঙ্গে সহযোগিতা করছেন না অভিষেক। এর পরেই অভিষেককে বিদেশ যাত্রার অনুমতি দেওয়া হয়।

ইডি–র আইনজীবী এদিন শুনানিতে এও বলে, অভিষেক দুবাইতে কোন হাসপাতালে চোখ দেখাবেন, তা জানানো হয়নি। এসব অভিযোগ মানেননি অভিষেকের আইনজীবী সপ্তাংশু বসু। তাঁর যুক্তি, ‘‌আমি যে কোনও জায়গায় চিকিৎসা করাতে পারি তাতে অসুবিধা কী আছে?

দুবাইয়ের বদলে সিঙ্গাপুরে যেতে পারি চিকিৎসা করতে। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো আমরা তদন্তে সব রকম সাহায্য করছি।’  এর পরেই বিচারপতি বিবেক চৌধুরী প্রশ্ন তোলেন, ইডি যদি জানেই যে বিনয় মিশ্র দুবাইতে রয়েছেন, তাহলে তাঁকে গ্রেপ্তার করা হচ্ছে না কেন। এর পরেই তিনি বলেন, ‘‌দুবাই থেকে অভিষেক অন্য জায়গায় পালিয়ে যেতে পারেন ইডির এই আশঙ্কা ভিত্তিহীন।

অভিষেক কোথায় চিকিৎসা করাবেন সেটা তাঁর নিজস্ব ব্যাপার। বর্তমানে তিনি এক জন সাংসদ। দুবাইয়ের হাসপাতাল থেকে তাঁর সঙ্গে এক জনকে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। মামলাকারী অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর স্ত্রীকে নিয়ে যেতে চান।’‌  তাছাড়া সুপ্রিম কোর্টও অভিষেকের বিদেশ যাওয়ার ক্ষেত্রে বাধা দেয়নি। 

Previous articleDhaka: শিলিগুড়ির সঙ্গে ঢাকাকে জুড়ে দিল মিতালি
Next articleWBBSE Madhyamik Result 2022: মাধ্যমিকে ৬৯৩ পেয়ে যুগ্ম প্রথম বাঁকুড়ার অর্ণব, পূর্ব বর্ধমানের রৌনক! রেজাল্ট প্রকাশিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here