New Year Celebration নিউ ইয়ার্স ইভে শহরজুড়ে কড়া নিরাপত্তা , মোতায়েন সাড়ে ৪ হাজারের বেশি পুলিশ

0
35
হীয়া রায় , দেশের সময়

কলকাতা : বিদায় ২০২৪। রাত পোহালেই নতুন বছর। ২০২৫-কে স্বাগত জানাতে বর্ষবরণের আনন্দে মাতোয়ারা ছোট থেকে বড় সবাই। কলকাতা সহ শহরতলী, জেলাজুড়ে মানুষের ঢল। পিকনিক থেকে শুরু করে ফ্যামিলি পার্কগুলিতে কচি কাঁচাদের ভিড়। এক কথায় নিউ ইয়ার্স ইভ এবং নিউ ইয়ারকে কেন্দ্র করে মঙ্গলবার উৎসবে মেতেছে গোটা শহর।

প্রতি বছরের রীতি মেনে পার্ক স্ট্রিট এলাকার বিভিন্ন ক্লাব, রেস্তোরাঁয় উপচে পড়া ভিড় থাকে এই সময়। ভিড়ের কারণে যাতে কোনওভাবেই যানজট না হয়, সেই জন্য একগুচ্ছ পদক্ষেপ করেছে কলকাতা পুলিশ। একাধিক রাস্তা একমুখী (ওয়ান ওয়ে) করা হয়েছে। বেশ কিছু রাস্তায় পার্কিং করা যাবে না, লালবাজারের তরফে নির্দেশ দেওয়া হয়েছে এমনটাও। পার্ক স্ট্রিট সংলগ্ন বেশ কিছু রাস্তায় যান চলাচলও নিয়ন্ত্রণ করা হবে আজ, ৩১ ডিসেম্বর এবং আগামিকাল, ১ জানুয়ারি।

এদিকে সাধারণ মানুষের এই আনন্দে যেন ভাটা না পড়ে তার জন্য কোমর বেঁধে নেমে পড়েছে কলকাতা পুলিশ।

কলকাতা ট্র্যাফিক পুলিশ সূত্রে খবর, আজ মঙ্গলবার, পার্ক স্ট্রিটের পশ্চিম থেকে পূর্ব দিকের রাস্তাটি রাত ৩টে পর্যন্ত ওয়ান ওয়ে থাকবে। জওহরলাল নেহরু রোড এবং এজেসি বোস রোডের মাঝে পূর্ব থেকে পশ্চিমে একমুখী পথে গাড়ি চলবে শেক্সপিয়র সরণি হয়ে।

এ ছাড়াও বেশ কিছু রাস্তা ওয়ান ওয়ে থাকবে। এই রাস্তাগুলি হলো: হো চি মিন সরণি (পশ্চিম থেকে পূর্ব), মিডলটন স্ট্রিট (ক্যামাক স্ট্রিট ও জহরলাল নেহরু রোডের মাঝে পূর্ব থেকে পশ্চিম), লিটল রাসেল স্ট্রিট (দক্ষিণ থেকে উত্তর), ক্যামাক স্ট্রিট (উত্তর থেকে দক্ষিণ, পার্ক স্ট্রিট-এজেসি বোস রোডের মধ্যে), রাসেল স্ট্রিট (দক্ষিণ থেকে উত্তর)। কোনও গাড়ি পার্ক স্ট্রিট, রাসেল স্ট্রিট ক্রসিং থেকে ডান দিকে ঘুরিয়ে যেতে পারবে না।

পার্ক স্ট্রিট, মিডলটন স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, ক্যামাক স্ট্রিট, কিড স্ট্রিট, রয়েড স্ট্রিট, উড স্ট্রিট, রফি আহমেদ কিদওয়াই রোডে কোনও গাড়ি পার্ক করা যাবে না। যদিও এই তালিকায় থাকা বেশ কয়েকটি রাস্তার নির্দিষ্ট কিছু অংশে পার্কিং করার অনুমতি থাকছে।

রাসেল স্ট্রিট (পূর্ব এবং পশ্চিম দিক), ফ্রি স্কুল স্ট্রিটের পশ্চিম দিক বরাবর পার্কিং করা যাবে।

গোটা শহরজুড়ে সাড়ে ৪ হাজারে বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রতি বছরই পুলিশে নজরদারি চলে। তবে এবার অতি সক্রিয় কলকাতা পুলিশ। যেখানে যেখানে ভিড় বেশি হবে, যেমন পার্ক, হোটেল, রেস্তোরাঁ, পাবগুলিতে বাড়তি নজরদারি চলবে। কলকাতা পুলিশের আধিকারিক সহ সমস্ত এজেন্সি থেকে নিয়ে সমস্ত আধিকারিকদের নিয়ে একটি স্পেশাল অপরাধ দমন ইউনিট প্রস্তুত রাখা হয়েছে।

এ দিন শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে থাকবে পুলিশ সহায়তা কেন্দ্র। এ ছাড়াও ওয়াচ টাওয়ারের মাধ্যমে নজরদারির ব্যবস্থা থাকবে। থাকছে কুইক রেসপন্স টিম। অতিরিক্ত নজরদারির জন্য সাদা পোশাকেও নজরদারি চালাবে পুলিশ।

অন্য দিকে ,ভারতের ঘড়িতে ঠিক দুপুর সাড়ে ৩টে, বাজি ফাটিয়ে ২০২৫-কে স্বাগত জানাল এই দেশগুলি

ভারতীয় ঘড়িতে তখন ঠিক দুপুর সাড়ে ৩টে। প্যাসিফিক আইল্যান্ড অফ টোঙ্গায় ফাটল বাজি। আলোর রোশনাইয়ে ঢাকল আকাশ। নিউ জ়িল্যান্ডের এই অঞ্চল প্রথম পা রাখল ২০২৫-এ। টোঙ্গার পর একে একে প্যাসিফিকের সামোয়া এবং কিরিমাটি আইল্যান্ডেও নতুন বছরকে স্বাগত জানানো হল মহাসমারোহে। তালিকায় একই সঙ্গে রয়েছে অকল্যান্ডও।

নিউ জ়িল্যান্ডের এই এলাকার বাসিন্দারা প্রথম ২০২৫ সালের সূর্যোদয় দেখলেন। সাড়ম্বরে স্বাগত জানানো হলো ইংরেজি নববর্ষকে। আতসবাজির রোশনাইয়ে ঢেকে গেল সে দেশের আকাশ। কিছুক্ষণের মধ্যেই অস্ট্রেলিয়াতেও সেলিব্রেশন শুরু হয়ে যাবে। প্রতি বছরের মতো ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ ২০২৫ সালকে বরণ করা হয় সিডনির হার্বার ব্রিজে।

গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী ১ জানুয়ারি বিশ্বজুড়ে পালিত হয় নিউ ইয়ার। প্রতি বছর ৩৬৪ এবং ৩৬৫ তম দিনের মধ্যবর্তী সময় সেলিব্রেট করা হয় নিউ ইয়ার। মধ্যরাতে ১২টা বাজলেই শুরু হয়ে যায় সেলিব্রেশন। অস্ট্রেলিয়া, জাপানের পর দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া নতুন বছর সেলিব্রেট করবে ভারতীয় সময় রাত সাড়ে ৮টায়। এর পর রাত সাড়ে ৯টায় নিউ ইয়ার হবে চিন, ফিলিপিন্স এবং সিঙ্গাপুরে। বাংলাদেশ রাত সাড়ে ১১টায় উৎসব শুরু করবে। পালা আসবে নেপাল ও ভারত ও শ্রীলঙ্কার। পাকিস্তানে রাত সাড়ে ১২টা নাগাদ ২০২৫ সাল শুরু। তার পর সেলিব্রেশন শুরু হবে জার্মানি, ফ্রান্স, ইটালি, বেলজিয়াম এবং স্পেনে। ভোর সাড়ে ৪টে থেকে সেখানে উৎসব শুরু। ভোর সাড়ে ৫টা থেকে নববর্ষের উদযাপন শুরু হয় ব্রিটেন, আয়ারল্যান্ড, আইসল্যান্ড, পর্তুগালে।

https://x.com/ItsMatthewJoyce/status/1874033771093369019?t=yOw2GFcvSAT2_vvUSNmURA&s=19

পৃথিবীর মহাদেশগুলির অবস্থানের ভিত্তিতে পূর্বদিকের দেশগুলিতে আগে আসে নতুন বছর। দুনিয়ার মানচিত্রের পশ্চিমদিকের দেশগুলি পরের দিকে বর্ষবরণ হবে। আমেরিকায় নতুন বছরকে স্বাগত জানানোর অনুষ্ঠান শুরু হবে ভারতীয় সময় ১ জানুয়ারি সকালে। সবশেষে বর্ষবরণ করবে মার্কিন যুক্তরাষ্ট্র সংলগ্ন বাকের দ্বীপপুঞ্জ। পয়লা জানুয়ারি ভারতীয় সময় বিকেল সাড়ে ৫টা নাগাদ নতুন বছরকে স্বাগত জানায় ওই দ্বীপের বাসিন্দারা।

Previous articleWeather Updateনিউ ইয়ারেই হাড়কাঁপানো শীত! পারদ পতন জেলায় জেলায় , বছর শেষে কী বলছে হাওয়া অফিস?
Next article New Year Festival 2025 আর মাত্র কয়েক সেকেন্ডের অপেক্ষা কলকাতা থেকে জেলা, বর্ষবরণের রাতে গোটা বাংলায় জনজোয়ার, চোখে পড়ার মতো পুলিশি নিরাপত্তাও 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here