Hindu Minorities in Bangladesh: বাংলাদেশে সরকারি চাকরি থেকে ইস্তফা দিতে বাধ্য হচ্ছেন হিন্দুরা!দাবি রিপোর্টে

0
108

ঢাকা : হাসিনার পতনের পর থেকেই বাংলাদেশে চরম বৈষম্যের শিকার হিন্দুরা। প্রথমে সরাসরি আক্রমণ করা হচ্ছিল সেদেশে থাকা হিন্দুদের। এখন সেই অত্যাচার খানিকটা কমলেও পরোক্ষভাবে হিন্দুদের হেনস্তা করা হচ্ছে। রাজনৈতিক মদতপুষ্ট বাংলাদেশের মৌলবাদী সংগঠন হিন্দুদের বয়কটের ডাক দিয়েছে। কার্যত ফতোয়া জারি করে বলা হয়েছে, হিন্দুরা কোনও সরকারি পদে থাকতে পারবে না।

অভিযোগ, বাংলাদেশে হিন্দুদের জোর করে চাকরি থেকে ইস্তফা দিতে বলা হচ্ছে। ঢাকা সূত্রের খবর, হিন্দুদের অনেকে ইতিমধ্যেই সরকারি চাকরি থেকে ইস্তফা দিয়েছেন। তাঁদের মধ্যে বেশিরভাগই শিক্ষক, অধ্যাপক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক ছিলেন রন্তু দাস। তাঁকে ইস্তফা দিতে বাধ্য করা হয়েছে।

মৌলবাদীরা তাঁকে খুনের হুমকি পর্যন্ত দিয়েছিল। ফলে প্রাণভয়ে তিনি চাকরি ছাড়েন। হিন্দুদের উপর বর্তমান বাংলাদেশে যে কী পরিমাণ বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে, ইস্তফাপত্রে তা উল্লেখ করেছেন ওই অধ্যাপক। তাঁর সেই ইস্তফাপত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়।

অভিযোগ, বাংলাদেশে পুলিশ বাহিনীতে যেসব হিন্দুরা রয়েছেন, বেছে বেছে তাঁদের টার্গেট করা হচ্ছে। হাসিনার আমলে নিয়োগপত্র দেওয়া হয়েছিল, এমন বহু হিন্দু পুলিশ অফিসারকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে। যদিও ওইসব পুলিশ অফিসাররা দাবি করেছেন, শৃঙ্খলাভঙ্গের মতো কোনও কাজই তাঁরা করেননি। যেহেতু তাঁরা হিন্দু সম্প্রদায়ের, সেকারণেই তাঁদের উপর শাস্তির খাঁড়া নেমে এসেছে।

সূত্রের খবর, গত সপ্তাহে বাংলাদেশে এসিপি র‌্যাঙ্কের ৬০ জন পুলিশকর্মীর পাশ আউট প্যারেড ছিল। আচমকা তা বাতিল করে দেওয়া হয়। এর পিছনেও চক্রান্ত দেখছেন হিন্দুরা। কারণ, ওই পুলিশকর্মীদের মধ্যে অনেকেই হিন্দু রয়েছেন। তাঁরা যাতে চাকরিতে যোগ দিতে না পারেন, সেকারণেই ওই প্যারেড অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে। এমনকী বাংলাদেশে হিন্দুদের কোনও পার্বণ করতে দেওয়া হচ্ছে না।বন্ধ করে দেওয়া হচ্ছে মেলা।

যদিও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের দাবি, বেশিরভাগ ঘটনা রং চড়িয়ে পরিবেশন করা হচ্ছে। যা বলা হচ্ছে তা ঠিক নয়। এদিকে, বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার নিয়ে মুখ খুলেছেন আরএসএস নেতা দত্তাত্রেয় হোসাবালে। তাঁর মন্তব্য, বাংলাদেশ ছেড়ে হিন্দুরা চলে না এসে, তাঁদের সে দেশেই থাকা উচিত। কারণ, ওই দেশ তাঁদের মাতৃভূমি।

শোনা যাচ্ছে, বাংলাদেশে হিন্দুদের বিপাকে ফেলতে তাঁদের বিরুদ্ধে গুজব ছড়ানো হচ্ছে। প্রচার করা হচ্ছে, হিন্দুরা মুসলিম মহিলাদের ধর্মান্তরিত করার চেষ্টা চালাতে ‘লাভ ট্র্যাপ’ শুরু করেছে। এই অভিযোগে, মৌলবাদী শক্তিগুলি হিন্দুদের বিরুদ্ধে বাংলাদেশের একাধিক জায়গায় পোস্টারও সাঁটিয়েছে বলে খবর।

Previous articleNutritionist Jayasree Banik উৎসবে খাওয়ার পাশাপাশি শরীরও ঠিক রাখবেন কি ভাবে জানালেন পুষ্টিবিদ জয়শ্রী বনিক : দেখুন ভিডিও
Next articleKhaleda Ziaচিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে খালেদা জিয়াকে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here