Prohibitionবাংলায় কতদিন গুটখা ও তামাকজাত পান মশলা বিক্রি করা যাবে না? দেখুন ভিডিও

0
134

দেশের সময় , ওয়েবডেস্ক: উৎসবের মরশুমে রাজ্য সরকারের আবারও বড় ঘোষণা। বাংলায় গুটখা ও তামাকজাত পান মশলা বিক্রি ও তৈরিতে বাড়ানো হল নিষেধাজ্ঞার মেয়াদ। সম্প্রতি নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর ঘোষণা করল রাজ্য সরকার। দেখুন ভিডিও

২৪ অক্টোবর, বৃহস্পতিবার রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের তরফে একটি বিবৃতি দিয়ে ঘোষণা করা হয়েছে, আগামী ৭ নভেম্বর থেকে আবারও রাজ্যে গুটখা ও তামাকজাত পান মশলা বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী এক বছর নিষেধাজ্ঞা জারি থাকবে। ২০১১ সালের ‘খাদ্য সুরক্ষা ও গুণমান বিধি’র ‘বিক্রয় সংক্রান্ত নিয়ন্ত্রণ এবং নিষেধাজ্ঞা’-র বিভিন্ন ধারা অনুযায়ী এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

প্রসঙ্গত, ২০০৬ সালে কেন্দ্রের তরফে ‘খাদ্য সুরক্ষা ও গুণমান আইন’ অনুযায়ী নিকোটিন বা টোব্যাকো যুক্ত জিনিসগুলিকে ক্ষতিকারক বলে ঘোষণা করা হয়েছে। এরপর থেকে দেশের একাধিক রাজ্যে তামাকজাত পান মশলা, গুটখা ক্রয় ও বিক্রয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়। পশ্চিমবঙ্গেও গুটখা বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করে সরকার।

সেই নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়ানো হল। আগামী একবছর গুটখা, তামাকজাত পান মশলা রাজ্যের কোথাও বিক্রি, তৈরি এবং মজুত রাখা যাবে না বলে ঘোষণা করেছে স্বাস্থ্য দপ্তর। 

Previous articleHalisahar Incidentকাপড় শুকানো নিয়ে ঝগড়া গড়াল হাতাহাতিতে,লাঠি দিয়ে পিটিয়ে হালিশহরে বৃদ্ধকে ‘খুন’ করলেন প্রতিবেশী! তদন্তে পুলিশ
Next articleJessore roadফের যশোর রোডের শুকনো ডাল ভেঙে পড়ে বিপত্তি বনগাঁয়! দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here