Lynching বনগাঁ ও গাইঘাটায় ছেলেধরা সন্দেহে গণপিটুনির ঘটনা,গ্রেফতার ৬

0
100

দেশের সময় , বনগাঁ: বারাসত, অশোকনগরের পর এবার বনগাঁ। ফের ছেলেধরা সন্দেহে গণপিটুনির শিকার হলেন এক ভবঘুরে। গুরুতর জখম অবস্থায় তাঁকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

এই ভবঘুরেকে মারধরের ভিডিয়ো ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনার তদন্ত নেবে ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করেছে বনগাঁ থানার পুলিশ।

পুলিশ সূত্রের খবর, শনিবার বিকেল থেকে ঠাকুরপল্লি এলাকায় ওই ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখা যায়। সন্ধে নাগাদ স্থানীয়রা তাঁর নাম পরিচয় জানতে চায়। কিন্তু সঠিক উত্তর দিতে পারেননি তিনি। অভিযোগ, এরপরই ছেলেধরা সন্দেহে কয়েকজন এলাকাবাসী তাঁকে বেধড়ক মারধর করে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটিতে ইতিমধ্যে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। এদিন রাতেই বনগাঁর এই গণপিটুনির ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। যেখানে দেখা যায়, যুবককে মাটিতে ফেলে মারধর করা হচ্ছে।

বনগাঁর পর এবার গণপিটুনির ঘটনা ঘটল গাইঘাটা এলাকায়। জানা গিয়েছে, রবিবার সকালে ছেলেধরা সন্দেহে এক যুবককে বেধড়ক মারধর করা হয়। পরে পুলিশ গিয়ে ওই যুবককে উন্মত্ত জনতার হাত থেকে তাঁকে বাঁচায়। ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

গাইঘাটা থানা এলাকার বেড়িগোপালপুর। রবিবার সকাল থেকেই সেখানেও গণপিটুনির ঘটে। স্থানীয় বাসিন্দাদের দাবি, গত কয়েক দিন ধরেই এক যুবককে ইতস্তত ঘুরে বেড়াতে দেখেছিলেন তাঁরা। অভিযোগ, রবিবার সকালে সেই যুবক এক ব্যক্তির বাড়িতে ঢুকে পড়েন। ওই বাড়ির মালিকের দাবি, বাড়িতে ঢুকেই ওই যুবক তাঁর কন্যাকে ইশারায় ডাকেন। যুবক ইশারা করছেন বুঝতে পেরেই জ্ঞান হারায় ওই ব্যক্তির কন্যা। তার পরেই এলাকায় হইচই পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা যুবককে গণপিটুনি দেন বলে অভিযোগ। তার পর পাড়ারই একটি ঘরে তাঁকে বেঁধে রেখে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে ওই যুবককে উদ্ধার করে নিয়ে যায়।

কয়েকদিন আগে  বারাসতের কাজিপাড়া থেকে এক বালক নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা ঘটে। তারপরেই ছেলেধরার গুজব ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। বুধবার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

ছেলেধরা সন্দেহে মারধরের ঘটনায় ওইদিন উত্তপ্ত হয়ে উঠেছিল বারাসত। এই ঘটনার পর নতুন করে যাতে উত্তেজনা না ছড়ায় তার জন্য পদক্ষেপও নেয় উত্তর ২৪ পরগনা জেলা পুলিশ। কিন্তু একদিন যেতে না যেতেই শুক্রবার অশোকনগরে ছেলেধরা সন্দেহে গণপিটুনির শিকার হন এক তরুণী। সেই ঘটনায় শনিবার ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

স্থানীয় এক ক্লাবের সম্পাদক নির্মলেন্দু বিশ্বাস বলেন, ‘অপরিচিত এক ব্যক্তিকে এলাকায় দেখা যায়। সন্দেহ হওয়ায় সবাই তাকে আটকায়। মারধরও করা হয়েছে। যদিও পুলিশ পরে তাকে নিয়ে গিয়েছে।’ এই বিষয়ে বনগাঁ ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বন্দনা দাস কীর্তনীয়া বলেন, ‘শনিবার রাতে আমি জানতে পারি যে ওয়ার্ডে একজন ব্যক্তি সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছে। আমি পুলিশকে খবর দিই। নিজেও সেখানে যাই। যদি মারধর হয়ে থাকে আমার যাওয়ার আগে হয়েছে। আমি একটু পরে গিয়েছিলাম। পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে বনগাঁ মহাকুমা হাসপাতালে ভর্তি করেছে। মারধর করা হয়ে থাকলে ঠিক হয়নি। সাধারণ মানুষকে বলব গুজবে কান দেবেন না। এই ধরনের কোনও সন্দেহজনক ব্যক্তিকে দেখলে পুলিশ প্রশাসনকে খবর দিন। আইন নিজের হাতে তুলে নেবেন না।’

উল্লেখ্য, কিছুদিন আগে বারাসতের কাজিপাড়ায় একটি নাবালকের দেহ উদ্ধার হয়। সেই ঘটনার পর থেকেই বারাসত, মধ্যমগ্রাম সহ পার্শ্ববর্তী এলাকায় আগুনের মতো ছড়িয়ে পড়ে ছেলেধরা আতঙ্ক। এমনকী বারাসতেও কয়েকদিন আগে গণপ্রহারের ঘটনা ঘটেছে। উত্তেজিত জনতা বেধড়ক মারধর করেছে ৩ জনকে। প্রহৃতদের মধ্যে মহিলারাও ছিলেন। পুলিশ উদ্ধার করতে গেলে, পুলিশের উপরেও চড়ায় হয় উত্তেজিত জনতা। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। পালটা ধরপাকড় শুরু করে পুলিশ। এই প্রসঙ্গে বারাসত পুশিলের তরফ বারেবারেই জানান হয়েছে যে গোটা বিষয়টিই ভুয়ো। কোনও শিশুচুরির ঘটনা ঘটেনি। একশ্রেণির মানুষ গুজব ছড়াচ্ছে। মানুষকে গুজবে কান না দেওয়ার আবেদনও জানান হয় পুলিশের পক্ষ থেকে। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার বনগাঁতেও ঘটে গেলে গণপ্রহারের ঘটনা।

এদিকে এই ঘটনায় বনগাঁর পুলিশ সুপার দীনেশ কুমার বলেন, ‘ঘটনায় এখনও পর্যন্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া চলছে। পাশাপাশি সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা, কেউ যেন এমন গুজবে কান না দেয়, এবং গুজব না ছড়ায়।’

বনগাঁ ও গাইঘাটায় ছেলেধরা সন্দেহে গণপিটুনি ঘটনায় সাংবাদিক সম্মেলন করলেন মহকুমা পুলিশ আধিকারিক

বনগাঁয় মহকুমায় জোড়া গণপিটুনির ঘটনায় ঘটনার জেরে রবিবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করলেন বনগাঁর এসডিপিও অর্ক পাজা। তিনি বলেন, বনগাঁর ঘটনায় এখনো পর্যন্ত ৬জন কে গ্রেফতার করা হয়েছে এবং গাইঘাটা ঘটনায় চিহ্নিত করার কাজ চলছে। যারা গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Previous articleAgriculture এক রোপণে পাঁচ ফলনের ‘পঞ্চব্রীহি’ ধান উদ্ভাবন বাংলাদেশি বিজ্ঞানীর
Next articleBangladesh বাংলাদেশ হতে কলকাতা যাবে নয়া বাস ও ট্রেন, চালু হচ্ছে ইউপিআই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here