দেশের সময় ওয়েবডেস্কঃ মুক্তির আগে ছিল বিতর্কের জালে বন্দি। মুক্তির পর দৃশ্যপট বদলে গেল শাহরুখ খানের পাঠানের। বিশ্বজুড়ে প্রশংসিত ও বক্স অফিসে রাজার হালেই রাজত্ব করছেন শাহরুখ খান। দর্শক ও সমালোচক উভয় শ্রেণির প্রশংসা কুড়াচ্ছে সিনেমাটি।
দম আছে শাহরুখ খানের।তাঁকে নিয়ে, তাঁর ছবি নিয়ে প্রশংসা করতে বাধ্য হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী! পাঠান-এর মতো অ্যাকশন ছবির দৌলতে ফের হাউজফুল বোর্ড ঝুলছে কাশ্মীরের প্রেক্ষাগৃহে। বিষয়টি নজরে এসেছে তাঁরও।
বৃহস্পতিবার সংসদে ভাষণ দিতে গিয়ে সে কথা উল্লেখ করেন তিনি। স্বীকার করে নেন, শ্রীনগরের আইনক্স রাম মুন্সি বাগে হইহই করে চলছে ‘পাঠান’। পক্ষান্তরে যেন মেনেই নিলেন তিনি, শাহরুখের এত গুণ!
১৫ সপ্তাহে সারা বিশ্বে ‘পাঠান’-এর মোট বাণিজ্য ৮৬৫ কোটি টাকা। খুব দ্রুত হাজার কোটির ঘরে ঢুকতে চলেছে ছবিটি। এমন পরিস্থিতিতে শাহরুখের ছবি নিয়ে প্রধানমন্ত্রীর আলোচনা অভিনেতার জয় হিসেবেই দেখছেন অনুরাগীরা। স্বাভাবিক ভাবেই তাই তাঁরা খুশি।
শুধুই শ্রীনগরের প্রেক্ষাগৃহ নয়, এই ছবি দিয়ে দেশের মোট ২৫টি প্রেক্ষাগৃহ নতুন করে খুলেছে। করোনা-কালে ছবির অভাবে সেগুলো সমস্তই বন্ধ হয়ে গিয়েছিল। নতুন করে হাউজফুল বোর্ড ঝুলেছে বহু প্রেক্ষাগৃহে। এই ছবি দিয়েই হলমালিকেরা বহু বছর পরে লাভের মুখ দেখেছেন।
চার বছর পরে শাহরুখের এই প্রত্যাবর্তন নিয়ে অনেকের মনেই দ্বিধা ছিল। তাঁর শেষ ছবি ২০১৮-র ‘জিরো’। ছবিটি বক্সঅফিসে মুখ থুবড়ে পড়েছিল। তারপরেও যে বলিউড বাদশা এভাবে ফিরে আসতে পারবেন ভাবতে পারেনি খোদ বলিউড।