weather report: ফের কি উধাও হল শীত? কি জানাচ্ছে হাওয়া অফিস

0
543

দেশের সময় ওয়েবডেস্কঃ শুক্রবার থেকেই হুহু করে তাপমাত্রার পারদ নামছিল রাজ্যে। শনিবারই ছিল মরশুমের শীতলতম দিন। তবে রবিবার থেকেই ফের ঊর্ধ্বমুখী তাপমাত্রা। তা সত্ত্বেও আপাতত কয়েকদিন রাজ্যজুড়ে এই ঠান্ডার আমেজ বজায় থাকবে, জানাল হাওয়া অফিস ৷

শনিবার এক ধাক্কায় স্বাভাবিকের নিচে নেমে গিয়েছিল রাজ্যের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা। সেদিন কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। তবে উত্তরবঙ্গ দিয়ে পশ্চিমী ঝঞ্ঝা যাওয়ার কারণে রবিবার সামান্য বেড়ে সর্বনিম্ন তাপমাত্রা হয়েছিল ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস। আজ সোমবার আরও কিছুটা বাড়ল তাপমাত্রা। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে বলে জানিয়েছে হাওয়া অফিস, যা স্বাভাবিকের থেকেও ২ ডিগ্রি বেশি। এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ১০-১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। রাজ্যের পশ্চিম অঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা নেমে গেছে ১০ ডিগ্রি সেলসিয়াসেরও নিচে। পশ্চিম বর্ধমানের পানাগড়ের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস।

শীতের এই স্পেল আগামী আরও তিন দিন বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গে এক ধাক্কায় অনেকখানি নেমেছে পারদ। শনিবার দার্জিলিংয়ের তাপমাত্রা নেমে গিয়েছিল ৬ ডিগ্রি সেলসিয়াসে। কার্শিয়াং এবং কালিম্পংয়ের সর্বনিম্ন তাপমাত্রা থাকছে ৭-৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। হাড়কাঁপানো শীতে জবুথবু হয়ে পড়েছে উত্তরবঙ্গের জেলাগুলি।

দুই দিনাজপুর, মালদহ, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে গত দু’দিন কুয়াশার দেখা মিলেছে। দার্জিলিং এবং কালিম্পং-এর পার্বত্য এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সোমবার, পূর্বাভাস আলিপুরের। তবে রাজ্যের অন্য কোথাও আগামী কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা নেই।

Previous articleLionel Messi: বিশ্বকাপে চুম্বন মেসির, আবেগে ভাসল লুসেইল
Next articleAnubrata Mondal: কেষ্ট বড় বিপাকে,আজ রাতেই কি দিল্লিযাত্রা অনুব্রত-র ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here