অর্পিতা বনিক , বাগদা : সিন্দ্রানি বাজার ব্যবসায়ী সমিতির এ বছরের দুর্গা পূজা ৬০ তম বছরে পদার্পণ করেছে৷ নিত্যনতুন ছকভাঙা ভাবনা সামনে এনে প্রতিবছর দর্শকদের চমকে দেয় সিন্দ্রানী ব্যবসায়ী সমিতি৷
পুজোর উদ্যোক্তরা জানালেন এবারও রয়েছে বিশেষ চমক ৷ গতবারের মতন এবারও রয়েছে বেশ কিছু নতুন ভাবনা। এ বছরের পূজোর বিশেষ আকর্ষণ দিল্লির অক্ষরধাম মন্দিরের আদলে পূজা মন্ডপ, তার সাথে সাথে থাকছে বিভিন্ন আলোর প্রদর্শন এর মাধ্যমে, বুর্জ খলিফা, আইফেল টাওয়ার সহ বিভিন্ন আলোর প্রদর্শনী, মন্ডপের ভিতরে থাকছে ভগবান শ্রীবিষ্ণুর বিভিন্ন মহিমা প্রদর্শন ।
গত বছর এই পূজা মন্ডপ জেলার সেরা পূজা মন্ডপনির্বাচিত হয়েছিল । দেখুন ভিডিও