দেশের সময়: প্রাক শারদীয়া উপলক্ষ্যে বুধবার গণেশ চতুর্থীতে বনগাঁ শিমুলতলা মোড় এলাকায় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল-এর শুভ উদ্বোধন হয়ে গেল মহাসমারোহে ৷
পুজোর কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে৷ বাংলার সব মহিলাদেরই পুজোয় প্রথম পছন্দ শাড়ি, এদিন বনগাঁর আদি মোহিনী মোহন কাঞ্জিলালের শোরুমে শাড়ির ডিজাইনার স্বর্ণালী কাঞ্জিলাল -এর সঙ্গে দেশের সময়-এর ফোটোশ্যুটে ক্যামেরাবন্দি হলেন বনগাঁর অসংখ্য তরুণী , বাদ যাননি গৃহিণীরাও৷ দেখুন ভিডিও:
পুজো আর মাত্র ক’দিন! সেপ্টেম্বরের শেষেই এবার শুরু হয়ে যাচ্ছে দেবীপক্ষ। পাড়ায় পাড়ায় খুঁটি পুজো আর প্যান্ডেল বাঁধার মধ্যে দিয়ে এ’বছর ইতিমধ্যে তৈরি হয়েছে পুজোর আবহ। এখন বাঙালি দিন গুনছে, অপেক্ষা করছে পুজোর।
ইউনেস্কোর থেকে পশ্চিমবঙ্গের দূর্গাপুজো এবার হেরিটেজ তকমা পেয়েছে । এই সম্মান বাংলার গর্ব। তাই এবারের শারদ উৎসব ঘিরে তৈরি হয়েছে নতুন উন্মাদনা। আর পুজোর আগেই বনগাঁ শহর এবছর উপহার পেল আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাঁচতলা মল৷ যাকে ঘিরে তৈরী হয়েছে বনগাঁবাসির উৎসাহ -উদ্দীপনা৷
বাঙালির বারো মাসে তেরো পার্বণ । আর সবথেকে বড় পার্বণ হল দুর্গাপুজো । পুজো মানেই চারটে দিন চুটিয়ে আনন্দ, খাওয়া-দাওয়া । তবে,এ বছর আর চারটে দিন নয় মুখ্যমন্ত্রী ১ মাস আগে থেকেই পুজোর আয়োজন শুরু করে দিয়েছেন বাংলায় । সেলিব্রেশনের জন্য বাঙালীও ঘরে বসেনেই তাঁরাও ছুটছেন তাঁদের এবারের সেরা পছন্দের তালিকা নিয়ে পুজোর কেনাকাটার জন্য শহরের বিভিন্ন শোরুমে ৷ যেমন আদি মোহিনী মোহন কাঞ্জিলালের মলে ভিড় করছেন অসংখ্য মানুষ পুজোর কেনাকাটা করতে ৷
গণেশ চতুর্থীর সকালে এই শোরুমের উদ্বোধনের দিন থেকেই বনগাঁবাসিরা শাড়ির ডিজাইনার স্বর্ণালী কাঞ্জিলালের হাত থেকে বেছে নিতে শুরু করলেন তাঁদের পছন্দের তালিকার সেরা সেরা শাড়ী ,কুর্তী, চুড়িদার , ল্যাহেঙ্গা।
এক কথায় এবারের পুজোয় আদিমোহিনী মোহন কাঞ্জিলালের নতুন পালকে নিজেদেরকে মুড়ে ফেলতে চায় আনন্দ প্রিয় বাঙালী৷