দেশের সময়: পৈশাচিক। বর্বর। রাখি বন্ধনে বাড়িতে এসেছিল নাবালিকা খুড়তুতো বোন। দুই ভাই মিলে ধর্ষণ করল তাকে। ঘটনাটি দেখে ফেলে বাধা দেন ৬৫ বছরের ঠাকুমা। তাকেও অভিযুক্তরা ধর্ষণ করে বলে অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের জব্বলপুরে। পুলিশ অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করেছে। তাদের বয়স ২১-২২ বছর। এদিকে নির্যাতিতা ওই খুড়তুতো বোনকে হাসপাতালে ভর্তি করা হলেও বাঁচানো যায়নি তাকে। মৃত ওই নাবালিকার বয়স ১৬ বছর।
অতিরিক্ত পুলিশ সুপার দিলীপ সিন্ধে বলেছেন, অভিযুক্তদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, রাখি বন্ধন উপলক্ষে মুম্বই থেকে ওই নাবালিকা এসেছিল। সঙ্গে তার বাবাও এসেছিল। ঘটনাটি জানার পর তিনিই ভাইপোদের নামে রনঝি থানায় অভিযোগ দায়ের করেন। নাবালিকার ঠাকুমা পুলিশকে জানিয়েছেন, ঘটনাটি দেখে ফেলেন তিনি। বাধা দিতে যান। তখন অভিযুক্তরা তাঁকেও ধর্ষণ করে।