Manasa Puja:আজ মনসা পুজো ! সর্প দেবীর পুজো কেন করা হয় নেপথ্যের কাহিনী জানুন

0
1275

পিয়ালী মুখার্জী ওয়েবডেস্কঃ ভাদ্র মাসের কৃষ্ণা পঞ্চমী তিথিতে ও মনসা পূজার বিধান আছে । বর্তমানে সার্বজনীনভাবে মনসা দেবীর মন্দিরে মনসা পূজা করা হয় । আবার পারিবারিক পর্যায়ে পারিবারিক মন্দিরে ও মনসা দেবীর পূজা করা হয় । মনসা পূজার মুখ্য উদ্দেশ্য সাপের আক্রমণ থেকে রক্ষা পাওয়া।এজন্য অন্যান্য পূজার মত সাধারণ পূজা বিধি অনুসরণ করতে হয় ।

মনসা শব্দের অর্থ কি ?
ব্যুত্‍পত্তিগত অর্থে মনসা মনের অধিষ্ঠাত্রী দেবী ।
মনসা শব্দটি বিশ্লেষণ করলে অর্থ দাড়ায় মনচিন্ত, আমাদের মনের মধ্যে বিষ থাকতে পারে সেই বিষ অবশ্যই মনকে বিষাক্ত করতে পারে, এবং চিন্তার খোরাক যোগায় । মনকে বিষমুক্ত ও চিন্তা মুক্ত করার জন্য মনসা পূজা করা হয় ।

মনসা পূজা কেন করা হয় ?
আরেকভাবে মনসা শব্দটির বিশ্লেষণ করলে অর্থ দাঁড়ায় মনে চিন্তন । কিন্তু দেবী রূপে মনসা কি চিন্তনের কোন বিষয় ? মনের মধ্যে বিষ থাকতে পারে, সেই বিষ অবশ্যই মনকে বিষাক্ত করে এবং চিন্তার খোরাক যোগায়, মনন কে সুখশ্রাবী করার জন্য মন্ত্রের উদ্ভব ।

মন্ত্রই মনকে ঊর্ধ্বগামী করে । সেই মন যদি বিষক্রিয়ায় জর্জরিত হয় তবে তো সমগ্র দেহই বিষাক্ত হয়ে যাবে । তাই মনসার উত্‍পত্তি যেমন আর্যঋষি গণ দেখিয়েছেন বিষহরী দেবীরুপে সেরূপ বিষহরণ করে মনকে বিষযুক্ত করারও ব্যবস্থা তার হাতে ।

সাপের দাঁতে বিষ আছে কিন্তু নিজে যখন খায় তাতে বিষ লাগে না । কিন্তু হিংসায় বা আত্মরক্ষায় যখন দংশন করে তখন দংশিত স্থানে বিষ ছড়ায় । তাই মনে বিষ হলো হিংসা ক্রোধ, লোভ এগুলো দূর করার দেবী মনসা । চিন্তা থেকে আমাদের মুক্তি নেই তবু চিন্তা যাতে যুক্ত হতে পারে, চিন্তা যাতে রিপুর বশ না হয় তার চেষ্টাই আমাদের করতে হবে-এই শিক্ষাই দিয়েছেন দেবী মনসা ।

Previous articleAnubrata Mandal:প্রাথমিক শিক্ষিকা সুকন্যা, স্কুলে যাননি কোনওদিন!অনুব্রত ও তাঁর আত্মীয়দের ১৭ কোটি টাকা বাজেয়াপ্ত করল সিবিআই
Next articleManasa Puja : মনসা পুজোয় বনগাঁ পেট্রাপোল সীমান্ত যেন দুই বাংলার মিলন মেলার অঙ্গন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here