Covid 19: বাংলায় জারি কড়া বিধি, মদ বিক্রি বা পানে নেই নিষেধাজ্ঞা

0
547

দেশের সময় ওয়েবডেস্কঃ রাজ্যে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। শনিবার এ রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছিলেন ৪ হাজার ৫১২ জন। তার মধ্যে কলকাতাতেই আক্রান্তের সংখ্যা দু’‌ হাজারের বেশি। তার পরেই নড়চড়ে বসে রাজ্য সরকার।

কোভিড রুখতে রবিবার একগুচ্ছ বিধি নিষেধ আরোপ করা হয়। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী সেসব ঘোষণা করেছেন। সোমবার থেকে রাজ্যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। সন্ধে ৭টার পর লোকাল ট্রেন বন্ধ। ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে ট্রেন এবং মেট্রো। তবে দূরপাল্লার ট্রেনে নিষেধাজ্ঞা নেই। রাত ১০টা থেকে জারি নাইট কার্ফু। তখন নিজের গাড়িতেও বাড়ি থেকে বেরনো যাবে না। তবে পানশালা নিয়ে আলাদা কোনও নিয়ম জারি করেনি রাজ্য সরকার।

রেস্তোরাঁ, শপিং মলের মতো পানশালাতেও ৫০ শতাংশ গ্রাহক এক সঙ্গে থাকতে পারবেন। তার বেশি নয়। রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে রেস্তোরাঁ, পানশালা। যদিও অতক্ষণ বসে থাকা যাবে না পানশালায়। কারণ মনে রাখতে হবে, রাত ১০টার পর রাস্তায় বেরনো যাবে না কোনও মতেই। তাই মদ্যপান বা খাওয়াদাওয়ার আসর আগেই গুটিয়ে ফেলতে হবে। 

Previous articleবাংলায় নিষেধাজ্ঞা কাল থেকেই, স্কুল-কলেজ বন্ধ, লোকাল ট্রেনে বিধি বাঁধল নবান্ন, বিয়েবাড়িতে লোক সংখ্যা বেঁধে দিল সরকার, জানিয়ে দিলেন মুখ্যসচিব
Next articleবসিরহাটে পিকনিক করে ফেরার পথে গাড়িতে গণধর্ষণ বধূকে,গ্রেফতার ৬

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here