বনগাঁয় আই এন টি টি ইউ সি শ্রমিক সংগঠনের রক্তদান শিবিরে আর্থিক সহযোগিতার হাত বাড়ালেন শঙ্কর

0
679

দেশের সময়, বনগাঁ: উত্তর ২৪ পরগনার বনগাঁ শহর আই এন টি টি ইউ সি র পক্ষ থেকে স্থানীয় একটি কমিউনিটি হলে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল বুধবার। এদিন রক্তদান শিবিরের মঞ্চ থেকে বনগাঁর প্রাক্তন পুর প্রশাসক শংকর আঢ্য ও প্রাক্তন পৌর মাতা জোৎস্না আঢ্য , সড়ক দুর্ঘটনায় এক মৃত শ্রমিক টোটন বিশ্বাস এর পরিবারের হাতে ৩০ হাজার টাকা আর্থিক অনুদান তুলে দেন শ্রমিক সংগঠনের পক্ষ্ থেকে। পাশাপাশি করোনা পরিস্থিতিতে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ অন্তত ৩০০ বাস .শ্রমিদেরকে হাতে ৫০০ টাকা করে সাহায্য হিসাবে তুলে দেওয়া হয় বনগাঁ আই এন টি টি ইউ সি তরফে । দেখুন ভিডিও:

আই এন টি টি ইউ সি র পক্ষ থেকে মৃত শ্রমিক টোটন বিশ্বাস এর পরিবারের হাতে অর্থ তুলে দেওয়া হলে তার দাদা বলেন গাছের শুকনো ডাল ট্রাকের উপড়ে ভেঙে পড়ে ঘটনাস্থলে ভাই মারা গেছে কিছুদিন আগে , ভাইকে তো আর ফিরে| পাবোনা কিন্তু শ্রমিক সংগঠনের পক্ষ ভাইয়ের স্মৃতির উদ্দেশ্যে যা করেছে তাতে আমরা খুশি ।

Previous articleবাংলায় ৩০ জুলাই পর্যন্ত বন্ধই থাকছে লোকাল, কিছু ছাড় ঘোষণা করেছে নবান্ন: জানুন
Next articleঅরণ্য সপ্তাহ উদযাপন কর্মসূচির সূচনায় ১৫ হাজার গাছ লাগানোর উদ্যোগ নিলো বনগাঁ পুরসভা:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here