দেশের সময় ওয়েবডেস্কঃ আজ থেকে সারা দেশে শুরু হচ্ছে কোভিডের টিকাকরণ। লেহ ও লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় মোতায়েন থাকা চার হাজার সেনা জওয়ানকে আজই দেওয়া হবে কোভিড ভ্যাকসিন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পরিকল্পনা, উত্তর ভারতের সীমান্তবর্তী এলাকায় কর্তব্যরত সেনাবাহিনীর জওয়ানদের যত দ্রুত সম্ভব ভ্যাকসিন দেওয়া হবে।
কেন্দ্রীয় সরকার সূত্রে খবর, যাঁরা চিনা আগ্রাসনের বিরুদ্ধে মুখোমুখি দাঁড়িয়ে লড়াই করছেন শুধু মাত্র তাঁরা নন। সমগ্র লাদাখ সেক্টরে মোতায়েন থাকা বাহিনীকেই অগ্রাধিকার দেওয়া হবে।
তবে টিকাকরণের প্রথম দিন লেহতে কর্তব্যরত জওয়ানদেরই ভ্যাকসিন দেওয়া। তারপর তা রোটেশন অনুযায়ী চলবে। কেন্দ্রীয় সরকারের আরও একটি সূত্রের বক্তব্য, প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় যাঁরা কর্তব্যরত সেই সংখ্যাটা বিপুল। তুলনায় চার হাজার সংখ্যাটা একেবারেই কম। তবে এটা প্রথম দিনের সংখ্যা। তারপর ধাপে ধাপে অন্যদেরও দেওয়া হবে। তা ছাড়া ভ্যাকসিন উত্পাদনের মাত্রাও সীমাবদ্ধ। তা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সামরিক বাহিনীতে যুক্ত স্বাস্থ্যকর্মীরা প্রথম দিন ভ্যাকসিন পাবেন।
এমনিতে লাদাখে যে কোভিড সংক্রমণ ভয়াবহ আকার নিয়েছে তা মোটেই নয়। কিন্তু যাতে না হয় তার জন্যই এই সতর্কতামূলক পদক্ষেপ বলে কেন্দ্রের তরফে বলা হয়েছে।
এখনও পর্যন্ত সারা দেশে ২০ হাজারের বেশি সেনা জওয়ান কোভিডে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্য তিন বাহিনী মিলিয়ে ৩২ জন সেনা জওয়ান কোভিডে প্রাণ হারিয়েছেন।