আজ কার অর্থপ্রাপ্তি, পড়ুন রাশিফল

0
1042

মেষ/ARIES :

আজ মানসিক অবসাদ বাড়তে পারে। কর্মস্থানে বিপদ বাড়তে পারে। বিদ্যার্থীদের জন্য সময়টা খুব একটা ভাল নয়। হৃদরোগ, পেটের রোগ, অ্যাসিডিটি, হাঁপানির সমস্যা তৈরি হতে পারে। অংশদারী ব্যবসা থেকে দূরে থাকতে হবে। কাজের গতি বাড়বে অবিশ্বাস্য হারে।

বৃষ / TAURUS :


চাকরিজীবীদের আয় রোজগার বৃদ্ধির সম্ভাবনা নেই। সামাজিক ও সাংগঠনিক কাজ থেকে দূরে থাকবেন। বিশ্বাসহানি হওয়ার সম্ভাবনা। লেনদেনের ক্ষেত্রে একটু সতর্ক হতে হবে। আপনার নেওয়া সিদ্ধান্তের কল্যাণে পারিবারিক সমস্যার সমাধান হতে পারে। সপ্তাহের মাঝদিকে উচ্চ রক্তচাপের সমস্যা যাদের আছে তাদের সাবধানে থাকতে হবে। 


মিথুন GEMINI .:

সুযোগ হারাতে পারেন। বাবার সঙ্গে মনোমালিন্য হওয়ার আশঙ্কা। মাথা ব্যথা কিংবা মাইগ্রেনের সমস্যা দেখা দিতে পারে। ভাগ্য উন্নতি আশা করতে পারেন। বিদ্যার্থীরা কোনও বৃত্তির প্রচেষ্টায় সফল হবেন না। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। দিনটি শুভাশুভ মিশ্র।

কর্কট CANCER :


কর্কট রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র যাবে। ব্যবসায়ীক উন্নতি আশা করা যায়। কোনো বন্ধু বা আত্মীয়র মৃত্যু সংবাদ পেতে পারেন। অতিরিক্ত দুশ্চিন্তা ও পরিশ্রমের কারণে মানসিকভাবে বিপর্যস্ত থাকতে পারেন। অংশীদারি কোনও চুক্তির ক্ষেত্রে সতর্ক হতে হবে। বৈবাহিক জীবনে রহস্যজনক বাধা-বিপত্তি দেখা দিতে পারে।


সিংহ LEO :


সিংহ রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে না। কর্মস্থলে কোনো সহকর্মীর কারণে ঝামেলায় পড়তে পারেন। পায়ে আঘাতের আশঙ্কা প্রবল। আজ আপনার টাকা হারিয়ে ফেলতে পারেন। মিথ্যা মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। শুল্ক ও কর সংক্রান্ত ঝামেলার আশঙ্কা ।

কন্যা VIRGO :

কন্যার জাতক-জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। রোমান্টিক বিষয়ে প্রতারিত হতে পারেন। নিজের ইচ্ছার বিরুদ্ধে পূরনো কোনো সম্পর্ক ভেঙে যেতে পারে। পরীক্ষার্থীরা পড়াশোনায় খুব একটা সুবিধা করতে পারবেন না। সন্তানের শরীর স্বাস্থ্য কিছুটা দুর্বল থাকতে পারে। শিল্পী ও সাহিত্যিকদের দিনটি ভালো যাবে না।

তুলা LIBRA :

প্রত্যাশিত কাজে কিছু ঝামেলা দেখা দেবে। মায়ের শরীর ভালো যাবে না। কোনো আত্মীয়র সাথে অহেতুক ভুল বোঝাবুঝিতে জড়িয়ে যেতে পারেন। ভূমি স্থাবর সম্পত্তি সংক্রান্ত জটিলতা মোকাবেলা করতে হবে। সঞ্চয়ে মনযোগ দিন।

বৃশ্চিক SCORPIO :


ভাগ্যের ওঠানামা হতে পারে আজ। কর্মক্ষেত্রে সফলতা পাওয়ার সম্ভাবনা প্রবল। তবে চিকিৎসায় বিভ্রাটের জেরে সমস্যায় পড়তে পারেন। নিজের উদ্যমকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য বুদ্ধিবৃত্তির চর্চা বাড়াতে হবে। ব্যবসায়ীদের আয় রোজগারে কিছু ঝামেলা হতে পারে।

ধনু SAGITTARIUS :

সামাজিক মর্যাদা বজার রাখার জন্য বাড়তি ব্যয় হতে পারে। নতুন কাজের যোগাযোগ আসতে পারে। ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতায় ব্যবসায় আর্থিকভাবে লাভবান হলেও জটিলতা বাড়তে পারে। বকেয়া টাকা আদায় না হওয়ার সম্ভাবনা কম। সঞ্চয়ের প্রচেষ্টায় অগ্রগতি হবে।

মকর CAPRICORN :


মকর রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র যাবে। আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। জীবন সাথীর সঙ্গে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলতে হবে। অংশীদারি কাজের বিষয়ে দু:শ্চিন্তা করতে পারেন। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হবে। শিক্ষার্থীদের আজকের দিনটি শুভ। 

কুম্ভ AQUARIUS :

পদোন্নতির যোগ আছে। সপ্তাহের মাঝদিকে কোনো সংস্থা কিংবা প্রতিষ্ঠান থেকে লাভবান হতে পারেন। তবে মিথ্যা অভিযোগ বা বিশ্বাসঘাতকতার শিকার হতে পারেন, সাবধান থাকতে হবে। ব্যয় তুলনামূলক বৃদ্ধি পাবে। প্রবাসীরা আজ সফল হতে পারেন।

মীন PISCES :

মীন রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসা বাণিজ্যে ভালো আয় রোজগার আশা করতে পারেন। বন্ধুর সাহায্যে বকেয়া বিল আদায় করা সম্ভব হবে। হঠাৎ করে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে ভাগ্যে। সাংসারিক বিষয় নিয়ে মতোভেদ তৈরি হতে যাচ্ছে৷

Previous articleদেশের সময়/Desher Samay
Next articleফেসবুক পোস্টের ক্যাপশনে লিখেছেন ‘টাইম ফর প্যাক আপ!’কীসের ইঙ্গিত দিতে চাইছেন মদন মিত্র

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here