আজ লক্ষ্মীবার অর্থভাগ্য কেমন জানুন আপনার রাশিফল দেখে

0
754

মেষ – আজ উপার্জনের পরিবেশ তৈরি হবে। একইসঙ্গে জীবনসঙ্গীর থেকে উপকার বা আর্থিক সহায়তা পাবেন। ব্যয় নিয়ন্ত্রণে থাকবে।

বৃষ – কোনও কিছুর একক অঙ্কের কিস্তি দেওয়ার জন্য সময়টা ভাল। নতুন ঋণ করবেন না । আজ অর্থিক ক্ষতির আশঙ্কা।

মিথুন – আর্থিক ক্ষেত্রে দিনটি দুর্দান্ত। এই দিক থেকে  স্ত্রীর সমর্থন পাবেন। বিদেশী সংস্থার থেকেও ধনলাভ।

কর্কট – ধনলাভের যোগ রয়েছে। পাশাপাশি বিদ্যার মাধ্যমেও অর্থ আসবে। জীবনসঙ্গীর থেকেও আর্থিক সহায়তা পাবেন।

সিংহ – আর্থিক দৃষ্টিকোণ থেকে সময়টা ভাল। ঘর ও পরিবার থেকে আর্থিক সহায়তা পাবেন। বিদ্যার মাধ্যমেও উপার্জনের সুযোগ।

কন্যা – জীবনসঙ্গী ও মায়ের সমর্থন পাবেন। ঘর ও পরিবারে সুখ সমৃদ্ধি থাকবে। তবে গৃহস্থালী কাজে খরচ বাড়বে।

তুলা – জীবনে সহায়তা পাবেন। সরকারি কাজের মাধ্যমে আর্থিক সমর্থন পাবেন। অতীতের কঠিন পরিশ্রমের ফল পাবেন।

বৃশ্চিক – আর্থিক ক্ষেত্রে সময় দুর্দান্ত।  ভাগ্য এবং কর্মের ফল পাবেন। অর্থ লাভের পরিস্থিতি থাকবে এবং পরিশ্রমের সুফল পাবেন।

ধনু – মনে পরিপূর্ণতা থাকবে। অর্থ সংক্রান্ত বিষয়ে আপনার সিদ্ধান্ত কার্যকরী প্রমাণিত হবে। তবে আর্থিক উন্নতির জন্য চেষ্টা করে যাওয়া জরুরি।।

মকর – আর্থিক ক্ষেত্রে সময় খুব একটা বিশেষ নয়। হঠাৎ কোনও বড় খরচ আসতে পারে। স্বাস্থ্য ক্ষেত্রে ব্যয় বাড়বে।

কুম্ভ – আর্থিক দিক থেকে সময়টা ঠিকঠাক। ধনলাভের পরিস্থিতি তৈরি হচ্ছে। পুরানো কোনও ঋণ বা কাউকে দেওয়া টাকা ফেরত পেতে পারেন।

মীন -আর্থিক ক্ষেত্রে সময়টা ভাল। উচ্চতর আধিকারিকদের থেকে লাভবান হবেন। নতুন কোনও ব্যক্তির দ্বারা ধনলাভ হবে।

Previous articleড্রাইভার-স্টাফ করোনা পজিটিভ, আইসোলেশনে সলমন খান
Next articleবিজেপির ডাকে ১২ ঘণ্টা বনধে উত্তপ্ত তুফানগঞ্জ, টায়ার জ্বালিয়ে প্রতিবাদ, বন্ধ দোকানপাট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here